For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে ৫০০ শিকার! বোলার হিসেবে ক্রিকেটের মাইলস্টোন ক্লাবে ঢুকে পড়লেন স্টুয়ার্ট ব্রড

টেস্টে ৫০০ শিকার! বোলার হিসেবে ক্রিকেটের মাইলস্টোন ক্লাবে ঢুকে পড়লেন স্টুয়ার্ট ব্রড

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাথওয়েটকে আউট করে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট তুলে নিলেন ব্রড। ডানহাতি পেসার, সিরিজের তৃতীয় টেস্টের আজ পঞ্চম দিন একটি উইকেট তুলে নিয়ে বোলারদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন।

২০১২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় ফেরে সমাজবাদী পার্টি। বহুজন সমাজ পার্টিকে সরিয়ে উত্তরপ্রদেশের দল নেয় সপা। মুখ্যমন্ত্রী হন মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ সিং যাদব। ৪০৩টি আসনের মধ্যে সপা ২২৪টি আসন পায়।মায়াবতীর দল বসপা পায় ৮০টি আসন। এছাড়া বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। অন্যদিকে কংগ্রেস ২৮টি ও রাষ্ট্রীয় লোক দল ৯টি আসনে জয়লাভ করে।

তার আগে ২০০৭ সালে বসপা ২০৬টি আসন পেয়ে উত্তরপ্রদেশ বিধানসভা দখল করেছিল। সপা পেয়েছিল মাত্র ৯৭টি আসন। বিজেপি ৫১টি ও কংগ্রেস ২২টি বিধানসভা আসনে জয় পেয়েছিল।

কত টেস্ট খেলে ব্রড ৫০০ উইকেটে পৌঁছলেন

কত টেস্ট খেলে ব্রড ৫০০ উইকেটে পৌঁছলেন

১৪০ টেস্ট খেলে স্টুয়ার্ট ব্রড ৫০০ টেস্ট উইকেট পেলেন। প্রসঙ্গত ব্রড দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট পেলেন। এর আগে ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন টেস্টে পাঁচশো উইকেট পেয়েছেন।

২০১২ গোয়া বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ গোয়া বিধানসভা নির্বাচনের ফলাফল

এইবছরে গোয়ায় ক্ষমতা দখল করে বিজেপি সরকার। জাতীয় কংগ্রেসের দিগম্বর কামাতকে সরিয়ে মনোহর পার্রিকর মুখ্যমন্ত্রী হন। ৪০ বিধানসভার গোয়ায় বিজেপি ২১টি আসন পায়। কংগ্রেস পেয়েছিল ৯টি আসন। তার আগে ২০০৭ সালে কংগ্রেস গোয়ায় ক্ষমতা দখল করেছিল। যদিও কেন্দ্রে বিজেপি সরকার তৈরি হওয়ার পরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেন মনোহর পার্রিকর। তার জায়গায় গোয়ার মুখ্যমন্ত্রী হন লক্ষ্মীকান্ত পারসেকর।

সিরিজে ব্রডের কটি উইকেট

সিরিজে ব্রডের কটি উইকেট

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলে ব্রড ১৫টি উইকেট তুলে নেন (বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পঞ্চম দিনেই দুই সেশন খেলা তখনও বাকি)।

২০১২ মণিপুর বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ মণিপুর বিধানসভা নির্বাচনের ফলাফল

উত্তরপূর্ব ভারতের রাজ্য মণিপুরে বহুদিন ধরেই কংগ্রেস রাজ্য শাসন করে চলেছে। ২০১২ বিধানসভা নির্বাচনে ৬০ আসনের মণিপুরে কংগ্রেস ৪২টি আসন পায়। পরে মণিপুর স্টেট কংগ্রেস পার্টি (৫টি আসন) কংগ্রেসে যোগ দিলে তাদের মোট আসন হয় ৪৭টি। এছাড়া তৃণমূল কংগ্রেস ৫টি, নাগা পিপলস ফ্রন্ট ৪টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১টি ও লোক জনশক্তি পার্টি ১টি করে আসন পেয়েছিল। নির্বাচনের পরে মণিপুরের মুখ্যমন্ত্রী হন ওকরাম ইবোবি সিং।

সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় কত নম্বরে ব্রড

সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় কত নম্বরে ব্রড

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ব্রড সাত নম্বরে রয়েছেন। ১৪০ টেস্টের ২৫৮ ইনিংসে বল করে ব্রড ৫০০ উইকেট পেয়েছেন। ব্রডের সতীর্থ অ্যান্ডারসন ১৫৩ টেস্ট খেলে ৫৮৯ উইকেট নিয়েছেন।

২০১২ উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল

৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভায় ২০১২ সালে কংগ্রেস জিতেছিল ৩২টি আসন। এদিকে বিজেপি পেয়েছিল ৩১টি আসন। এছাড়া বহুজন সমাজ পার্টি ৩টি, উত্তরাখণ্ড ক্রান্তি দল ১টি, নির্দল প্রার্থীরা ৩টি আসনে জয়ী হয়েছে।

২০১২ সালে জিতে আসার পরে কংগ্রেসের তরফে বিজয় বহুগুণা মুখ্যমন্ত্রী হন। তবে ২০১৪ সালে তিনি পদত্যাগ করলে মুখ্যমন্ত্রী হন হরিশ রাওয়াত। সেইবছরে কংগ্রেস ভোট পেয়েছিল ৩৩.৭৯ শতাংশ।

একনজরে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা

একনজরে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা

৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। ৭০৮টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ৬১৯টি উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। ৫৮৯ উইকেট নিয়ে চার নম্বরে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাকগ্রা। ৫১৯ উইকেট নিয়ে ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড কোর্টনি ওয়ালস, ৫০০ উইকেট নিয়ে সাত নম্বরে স্টুয়ার্ট ব্রড, ৪৩৯ উইকেট নিয়ে আটে ডেইল স্টেইন। ৪৩৪ উইকেট নিয়ে নয় নম্বরে কপিল দেব ও ৪৩৩ উইকেট নিয়ে রঙ্গনা হেরাথ তালিকায় দশ নম্বরে রয়েছেন।

২০১২ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১২ সালে পাঞ্জাবে ফের ক্ষমতা দখল করে শিরোমনি অকালি দল। ১১৭ আসনে বিধানসভায় অকালি দল ৫৬টি আসন পায়। বিরোধী কংগ্রেস পায় ৪৬টি আসন। এছাড়া বিজেপি ১২টি আসন পেয়েছিল। নির্দল বিধায়করা ৩টি আসন পেয়েছিল। ২০০৭ সাল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন পরকাশ সিং বাদল। তিনিই ২০১২ সালে জেতার পরে মুখ্যমন্ত্রী হন। তাঁর পুত্র সুখবীর সিং বাদল উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

ছবি সৌজন্যে ইংল্যান্ড টুইটার হ্যান্ডেল পোস্ট

করোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিনকরোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিন

English summary
England vs West Indies: Stuart Broad Take 500 Test Wickets,Becomes 7th Bowler To In list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X