For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগ কাটিয়ে ফিরছে ক্রিকেট, ফাঁকা গ্যালারি ঢাকতে থাকছে বিশেষ ব্যবস্থা

করোনা উদ্বেগ কাটিয়ে ফিরছে ক্রিকেট, ফাঁকা গ্যালারি ঢাকতে থাকছে বিশেষ ব্যবস্থা

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগ কাটিয়ে ক্রিকেটে ঢাকে কাঠি। ইউরোপে এখন করোনা প্রকোপ কমেছে। যারপর ভাইরাস পরবর্তী সময়ে ফুটবল শুরু। ইতালি, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডে ফুটবলযজ্ঞ চলছে। ফুটবলের পর ইংল্যান্ডে এবার ক্রিকেট শুরুর অপেক্ষা। আর সেখানে ফাঁকা গ্যালারি ঢাকতে অভিনব উদ্যোগ নেওয়া হতে চলেছে।

কবে থেকে ক্রিকেট শুরু

কবে থেকে ক্রিকেট শুরু

আগামী ৮ জুলাই থেকে রোসবোলে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় ক্রিকেট মাঠে বল গডা়তে চলেছে। সিরিজে ৩ টি টেস্ট খেলা হবে।

শেষবার কবে ক্রিকেট হয়েছিল

শেষবার কবে ক্রিকেট হয়েছিল

শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল। সেই ম্যাচের পর ১৫ মার্চ থেকে করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

ফুটবলে ফাঁকা গ্যালারি ঢাকতে কী বিশেষ ব্যবস্থা

ফুটবলে ফাঁকা গ্যালারি ঢাকতে কী বিশেষ ব্যবস্থা

করোনা পরবর্তী সময়ে ফুটবল শুরুতে ফাঁকা গ্যালারি ঢাকতে ইতিমধ্যে গ্যালারিতে কার্ডবোর্ডে প্রতীকি দর্শক রাখা হয়েছে। স্প্যানিশ লিগ লা-লিগা থেকে ইংলিশ প্রিমিয়র লিগে এই দৃশ্য দেখা গিয়েছে। এবার ক্রিকেট মাঠে ফাঁকা গ্যালারি ঢাকতে অভিনব উদ্যোগ নেওয়া হতে চলেছে।

ক্রিকেটে ফাঁকা গ্যালারি ঢাকতে কী ব্যবস্থা

ক্রিকেটে ফাঁকা গ্যালারি ঢাকতে কী ব্যবস্থা

এবার ক্রিকেটে ফাঁকা গ্যালারি ঢাকতে দর্শকদের রেকর্ড করা সাউন্ড রাখা হচ্ছে। উইকেট পড়লে বা ছক্কা হলে, ওভারের পর অর্থাৎ ক্রিকেট ম্যাচের উত্তেজক মুহুর্তগুলিতে এবার গ্যালারি থেকে দর্শকদের রেকর্ড করা ভয়েস বাজানো হতে চলেছে। ৮ জুলাই থেকে শুরু হতে চলা করোনা পরবর্তী প্রথম টেস্ট ম্যাচেই এমন ব্যবস্থা থাকতে চলেছে।

আইসিসি-র চেয়ারম্যান হওয়ার দিকে এগিয়ে সৌরভ, প্রাক্তন বিসিসিআই কর্তার দাবিআইসিসি-র চেয়ারম্যান হওয়ার দিকে এগিয়ে সৌরভ, প্রাক্তন বিসিসিআই কর্তার দাবি

English summary
England vs West Indies Post CoronaVirus test match: Simulated crowd noise will be play in ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X