For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী ক্রিকেটে টেস্টের পর এবার ওডিআইয়ে ঢাকে কাঠি! ফাঁকা গ্যালারি নিয়ে কেন চিন্তা?

করোনা পরবর্তী ক্রিকেটে টেস্টের পর এবার ওডিআইয়ে ঢাকে কাঠি! ফাঁকা গ্যালারি নিয়ে কেন চিন্তা?

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময়ে ফাঁকা মাঠে শুরু হয়েছে ক্রিকেট। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে বল গড়িয়েছে। এই মুহূর্তে ফাঁকা গ্যালারির সামনে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট চলছে। পরবর্তী সময়ে ৩০ শে জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ খেলবে আয়ারল্যান্ড। কোভিড পরবর্তী সময়ে এটাই বিশ্বের প্রথম সীমিত ওভারের সিরিজ হতে চলেছে। সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ড দল তিনটি ওডিআই খেলবে। সেই সিরিজে ফাঁকা মাঠে বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুল দিল আয়ারল্যান্ড।

ক্রেডিট/ডেবিট কার্ডের ফি লাগবে না

ক্রেডিট/ডেবিট কার্ডের ফি লাগবে না

মাস্টার কার্ড বা ভিসা জাতীয় কার্ড কোম্পানিগুলি লেনদেনের ক্ষেত্রে যে চার্জ লাগু করে আধার পে স্মার্টফোন পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে সেই ধরণের কোনও চার্জ লাগবে না।

কোথায় ম্যাচ

কোথায় ম্যাচ

সিরিজের তিনটি ওডিআই ম্যাচই সাউদাম্পটনে খেলা হবে। এর আগে কোভিড পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলেছিল। সাউদাম্পটনের মাঠেই করোনা পরবর্তী ক্রিকেটে মাঠে প্রথম বল গড়িয়েছিল।

স্মার্টফোন ছাড়াও ক্যাশলেস পেমেন্ট

স্মার্টফোন ছাড়াও ক্যাশলেস পেমেন্ট

আপনার কাছে যদি স্মার্টফোন নাও থাকে তাতেও পরোয়া নেই। যে বিক্রেতা বা ব্যবসায়ী আপনার পেমেন্ট গ্রহণ করছেন তার কাছে মোবাইল ফোন থাকলেই হল।

ফাঁকা গ্যালারি নিয়ে আয়ারল্যান্ড দলের বক্তব্য

ফাঁকা গ্যালারি নিয়ে আয়ারল্যান্ড দলের বক্তব্য

আয়ারল্যান্ড দলের প্রধান কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন, 'ফাঁকা মাঠে ম্যাচ হলে ফিল্ডারদের দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। গ্যালারি সিট সাধারণত সাদা হয়ে থাকে। সেক্ষেত্রে সাদা বল শূন্য উড়লে, তা ক্যাচ করার ক্ষেত্রে গ্যালারির সাদা অংশের কারণে ফিল্ডারের সমস্যা তৈরি হতে পারে। তবে ফিল্ডিংয়ে বাড়তি জোর দিলে ফাঁকা মাঠের এই সমস্যা প্রস্তুতির মাধ্যমে কাটিয়ে ওঠা যেতে পারে। '

আপনার আঙুলের ছাপই আপনার পাসওয়ার্ড

আপনার আঙুলের ছাপই আপনার পাসওয়ার্ড

এই অ্যাপের ক্ষেত্রে বায়োমেট্রিক স্ক্যান আছে যা আপনার পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। অর্থাৎ গ্রাহক নিজের আঙুলের ছাপ বায়োমেট্রিক মেশিনে দিয়ে কিংবা বায়োমেট্রিক ডাটার সাহায্যে লেনদেনটি গ্রাহ্য করতে পারবে।

একনজরে সিরিজের তিন ওডিআই ম্যাচ কবে

একনজরে সিরিজের তিন ওডিআই ম্যাচ কবে

৩০ জুলাই ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১ অগাস্ট ও ৪ অগাস্ট দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ রয়েছে।

আপনার আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে

আপনার আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে

এই অ্যাপটির জন্য যদিও গ্রাহকদের কোনও পাসওয়ার্ডএমনকী স্মার্টফোনেরই প্রয়োজন নেই, কিন্তু গ্রাহকের আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক। না হলে লেনদেন সম্ভব হবে না।

আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ

আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার পর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৫ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এরপর ২৮ অগাস্ট থেকে দুই দলের মধ্যে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে।

কীভাবে অ্যাপটি কাজ করে

কীভাবে অ্যাপটি কাজ করে

বিক্রেতা বা ব্যবসায়ীকে এই আধার পে অ্যাপটি ডাউনলোড করতে হবে। পাশাপাশি তার ফোনে বায়োমেট্রিক স্ক্যানার ইন্সটল করতে হবে। এবং এই স্ক্যানার অ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে।

যখন গ্রাহক বা ক্রেতা পেমেন্ট করতে চাইবেন তাঁকে নিজের আধার কার্ড এই অ্যাপে দিতে হবে এবং কোন ব্যাঙ্ক থেকে এই পেমেন্ট হবে তা বেছে নিতে হবে। বায়োমেট্রিক স্ক্যানার যাচাইপর্ব সম্পন্ন করবে।

গুগল প্লে স্টোর

গুগল প্লে স্টোর

আধার পে পেমেন্ট অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে। এখনও পর্যন্ত শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনের জন্যই এই অ্যাপ উপলব্ধ।

ইন্টারনেট

ইন্টারনেট

এই অ্যাপটি কাজ করার জন্য ইন্টারনেটের কানেকশন থাকাটা আবশ্যক। এটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো টেলিফোন লাইনে কাজ করে না।

টাকা ট্রান্সফার

টাকা ট্রান্সফার

এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে এই অ্যাপটি কাজ করে না।

১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন

১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন

আপাতত গ্রাহক বা ক্রেতারা আধার পে পেমেন্ট অ্যাপের সাহায্যে শুধুমাত্র ১০,০০০ টাকা পর্যন্তই লেনদেন করতে পারবে।

এনপিসিআই

এনপিসিআই

আইডিএফসি ব্যাঙ্কের আধার পে পেমেন্ট অ্যাপটি UIDAI এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই মিলে তৈরি করেছে।

English summary
England vs Ireland: Irish Cricket team Concern For White Ball's Visibility Due To Empty Stands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X