For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচিতে রদবদল

Google Oneindia Bengali News

একটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। টি ২০ সিরিজে নেতৃত্বে হরমনপ্রীত কৌর।

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচিতে রদবদল

এরই মধ্যে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের মধ্যে যে টি ২০ সিরিজ হবে তার শেষ ম্যাচের দিনে রদবদল করা হলো। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে আজ জানানো হয়েছে, ১৫ জুলাইয়ের পরিবর্তে একদিন আগে ১৪ জুলাই এই ম্যাচটি খেলা হবে। তবে বাকি ম্যাচগুলি হবে নির্ধারিত দিনেই। সম্প্রচারজনিত কারণেই ক্রীড়াসূচিতে এই রদবদল বলে জানানো হয়েছে।

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচিতে রদবদল

ভারতীয় দল এই মুহূর্তে মুম্বইয়ে ৮ দিনের কঠোর নিভৃতবাসে রয়েছে। অর্থাৎ দলের সকলকেই হোটেলে নিজেদের ঘরেই আবদ্ধ থাকতে হবে। ১৬ থেকে ১৯ জুন অবধি ব্রিস্টলে একমাত্র টেস্ট ম্যাচটি খেলা হবে। ২৭ জুন ব্রিস্টলেই প্রথম একদিনের আন্তর্জাতিক। ৩০ জুন দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকটি দিন-রাতের। টনটনে সেই ম্যাচটি খেলবেন মিতালি, ঝুলনরা। উস্টারে শেষ তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে ৩ জুলাই।

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচিতে রদবদল

টেস্ট ও একদিনের দলের সহ অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টি ২০ সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষরা। প্রথম ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক আবার দিন-রাতের। ৯ জুলাই নর্দান্টসে প্রথম টি ২০ আন্তর্জাতিক। এর পরের দুটি ম্যাচ ১১ জুলাই হোভে এবং ১৪ জুলাই চেমসফোর্ডে। এই সিরিজের পর ভারতীয় কয়েকজন ক্রিকেটারকে দ্য হান্ড্রেডেও খেলতে দেখা যাবে। একশো বলের নয়া ফরম্যাটের টুর্নামেন্ট শুরু ২১ জুলাই।

English summary
England vs India Third Women's T20I Rescheduled Due To Broadcast Purposes. The Match Will Be Played On 14th July.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X