For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচে ফিরল ইংল্যান্ড, দ্বিতীয় দিন প্রথম সেশনে পড়ল মাত্র ১ উইকেট, বাটলারের হাফ সেঞ্চুরি

দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ইংল্যান্ড ম্যাচে ফিরে এল। তাদের স্কোর এখন ৩০৪/৮।
 

  • |
Google Oneindia Bengali News

একেবারে পেন্ডুলামের মতো দুলছে ওভাল টেস্টের গতি। এই সেশনে অ্যাডভান্টেজ ইংল্যান্ড তো তার পরের সেশনেই অ্যাডভান্টেজ ভারত। শুক্রবার টেস্টের শেষ সেশনে ৬ উইকেট ফেলে দিয়ে ইংল্যান্ডকে ১৯৮ রানে বেঁধে রেখেছিল ভারত। কিন্তু শনিবারের প্রথম সেশনেই ম্যাচে ফিরে এল ইংল্যান্ড।

ম্য়াচে ফিরল ইংল্যান্ড, প্রথম সেশনে পড়ল মাত্র ১ উইকেট

গোটা সেশনে ইংল্যান্ডের লেজ ছাঁটতে পারেনি ভারত। শুধুমাত্র আদিল রশিদের উইকেট খুইয়ে ১০৬ রান যোগ করেছে ইংল্যান্ড। এই মুহূর্তে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে মোট ৩০৪ রান তুলে তারাই টেস্টে চালকের আসনে। ক্রিজে অপরাজিত আছেন জস বাটলার (৬৬) ও স্ট্রুয়ার্ট ব্রড (৩৬)।

ম্য়াচে ফিরল ইংল্যান্ড, প্রথম সেশনে পড়ল মাত্র ১ উইকেট

ভারত যে খুব খারাপ বোলিং করেছে তা বলা যাবে না। কিন্তু বাটলার, রশিদ ও ব্রড যথোপযুক্তভাবে নিজেদের যোগ্যতার প্রয়োগ করে ইংল্যান্ডকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেয়। প্রথম সেশনের ২৫ ওভারে ভারতের পক্ষে বলার মতো ঘটনা কেবল আদিল রশিদের উইকেট।

ম্য়াচে ফিরল ইংল্যান্ড, প্রথম সেশনে পড়ল মাত্র ১ উইকেট

ইনিংসের ৯৮তম ওভারে বুমরার বলে তিনি ১৫ রানে এলবিডব্লু হন। রিভিউ নিয়েও লাভ হয়নি। এছাড়া ভারতের আক্রমণকে যথেষ্ট সাদামাটা ঠেকেছে। ভাল বল করেও মহম্মদ শামি এখনও কোন উইকেট তুলতে পারেননি। বহুবার তাঁর বলে পরাস্ত হয়েছেন ইংরেজ ব্যাটসম্যানরা, কিন্তু তাও উইকেট আসেনি।

English summary
England has bounced back in the first session of day 2 of England vs India Fifth test. Their score is now 304/8. Josh Buttler(63) and Stuart Broad(36) remained unbeaten.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X