For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এজবাস্টন টেস্ট জিতেও স্বস্তি নেই ইংল্যান্ডের, লর্ডসে নামার আগে দলে দু’টি পরিবর্তন

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে জিতে প্রথম দল হিসেবে ১০০০টি টেস্ট খেলার যে কৃতিত্ব অর্জন করেছে জো রুটের দল, তা স্মরণীয় করে রেখেছে ইংল্যান্ড।

Google Oneindia Bengali News

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে জিতে প্রথম দল হিসেবে ১০০০টি টেস্ট খেলার যে কৃতিত্ব অর্জন করেছে জো রুটের দল, তা স্মরণীয় করে রেখেছে ইংল্যান্ড।

এজবাস্টন টেস্ট জিতেও স্বস্তি ইংল্যান্ডের, লর্ডসে নামার আগে দলে দু’টি পরিবর্তন

প্রথম টেস্টে রুদ্ধশ্বাস ম্যাচে ৩১ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড। কিন্তু টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক লর্ডসে দ্বিতীয় টেস্টে নামার আগে দলে দু'টি পরিবর্তন আনল ইংল্যান্ড।

ফর্মে না থাকা ডেভিড মালানের পরিবর্তে ইংল্যান্ডের দলে সুযোগ পেলেন ২০ বছর বয়সী তরুণ ওলি পোপ। অনামী ক্রিকেটার হলেও ঘরোয়া ক্রিকেটে ওলির পারফরম্যান্স অসাধারণ। কাউন্টির ডিভিশন ওয়ান চ্যাম্পিয়নশিপে এই মরসুমে ৬৪৮ রান করেছেন ওলি। তাঁর গড় কপালে তোলার মতো। ওলির গড় ৮৫.৫০।
প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মালানের সংগ্রহ ছিল ২৮। ১৫টি টেস্টে তাঁর গড় ২৭.৮৪।

অন্য দিকে, লর্ডসে নামার আগে বাধ্য হয়েই বেন স্টোকসকে ছাড়তে হচ্ছে টিম ইংল্যান্ডকে। ম্যাচ চলাকালীন ব্রিস্টলে শুনানী রয়েছে স্টোকসের। স্টোকসের পরিবর্তে দলে জায়গা পয়েছে ক্রিস ওকস। চোট কাটিয়ে ম্যাচ ফিট ওকসের কাছে বড় পরীক্ষা হতে চলেছে লর্ডসের মাঠের এই টেস্ট।

লর্ডস টেস্টের আগে টিম ইংল্যান্ড:

জো রুট, মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেস্টার কুক, স্যাম কুরান, কেটন জেনিংস, ওলি পোপ, জ্যামি পোর্টার, আদিল রশিদ, ক্রিস ওকস

English summary
Before the second test against India, England team management includes Chris Woakes and Ollie Pope.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X