For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনপ্রিয়তায় ক্রিকেটের এই ফর্ম্যাট সবকিছুকে ছাপিয়ে যাবে বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

সময়ের অভাব! সেকারণে টিভির পর্দা ছেড়ে মুঠোফোনে ক্রিকেট দেখাই এখন নয়া ট্রেন্ড। চলন্ত বাসে, মেন্ট্রোর জন্য অপেক্ষার মাঝেই ক্রিকেটে চোখ রাখা!

  • |
Google Oneindia Bengali News

সময়ের অভাব! সেকারণে টিভির পর্দা ছেড়ে মুঠোফোনে ক্রিকেট দেখাই এখন নয়া ট্রেন্ড। চলন্ত বাসে, মেন্ট্রোর জন্য অপেক্ষার মাঝেই ক্রিকেটে চোখ রাখা! সময়ের অভাব বলেই টেস্ট-ওডিআইয়ের থেকে এখন কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে মন বসিয়েছে তরুণ প্রজন্ম। এবার সেই ২০-২০ ক্রিকেটের থেকে ও আধুনিক ১০ ওভারের ক্রিকেট আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা ইয়ন মর্গ্যান।

জনপ্রিয়তায় ক্রিকেটের এই ফর্ম্যাট সবকিছুকে ছাপিয়ে যাবে বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফর্ম্যাটের প্রতিটি দল ১০ ওভার করে ম্য়াচ খেলে। পঁয়তাল্লিশ মিনিটেই একটি ইনিংস শেষ হয়ে যায়। পাওয়ার প্লে মাত্র ৩ ওভারের। বোলাররা সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। মারকাটারি ক্রিকেট দেখতে যারা পছন্দ করেন,তাঁদের জন্য আদর্শ ফর্ম্যাট।

ক্রিকেটের এই ফর্ম্যাটের জনপ্রিয়তা নিয়ে আশাবাদী মর্গ্যানও। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। সেই মর্গ্যান বলেছেন, 'ক্রিকেটের এই ফর্ম্যাট সবচেয়ে সংক্ষিপ্ত আর সবচেয়ে রোমাঞ্চকর। এই ফর্ম্যাট একদিন জনপ্রিয়তায় ক্রিকেটের বাকি ফর্ম্যাটগুলোকে ছাপিয়ে যাবে।'

প্রসঙ্গত চলতি বছরে ১৪-২৪ নভেম্বর দুবাইয়ে টি-১০ ক্রিকেট লিগের তৃতীয় মরসুমের আসর বসতে চলেছে।

English summary
England's world cup winning capatin eoin morgan praises t10 cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X