For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান আরও কোণঠাসা! রামিজ-বাবরদের দেশে ক্রিকেট খেলতে যাবে না ইংল্যান্ডও

  • |
Google Oneindia Bengali News

ফের মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিশ্ব ক্রিকেটে কোণঠাসাও হয়ে পড়ল পাকিস্তান। একদিনের সিরিজ শুরুর ঠিক আগে সফর বাতিল করে ইসলামাবাদ থেকে দুবাই চলে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবু পিসিবি আশায় ছিল ইংল্যান্ড সফরে পাকিস্তানে গেলে কিছুটা মুখরক্ষা হবে। কিন্তু আজ ইসিবি জানিয়ে দিয়েছে, অক্টোবরে ইংল্যান্ডের পুরুষ ও মহিলা দল পাকিস্তান সফরে যাচ্ছে না।

রামিজ-বাবরদের পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না ইংল্যান্ডও

ইংল্যান্ডের এই সফর বাতিলে আইপিএলেও ইতিবাচক প্রভাবই পড়ছে। কেন না, ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানে ইংল্যান্ড দুটি টি ২০ আন্তর্জাতিক খেলতে গেলে আইপিএলে ইংল্যান্ডের যে ক্রিকেটাররা রয়েছেন তাঁদের প্লে অফ না খেলেই ফিরে যেতে হত। কিন্তু এই সফর বাতিলের জেরে চিন্তা উধাও হল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। এই সফর বাতিল অবশ্য প্রত্যাশিতই ছিল।

নিউজিল্যান্ড যে সংস্থার মাধ্যমে সফরের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর পদক্ষেপ করে সেই একই সংস্থা নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়ে থাকে ইসিবিকেও। হুমকির জেরে নিউজিল্যান্ডের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তাতে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সুনির্দিষ্ট পরামর্শও ছিল সফর বাতিলের জন্য। তেমনই সেই সংস্থা ইংল্যান্ডকে অন্য পরামর্শ দেবে এটা ভাবা যায় না। অবশেষে ইসিবি জানিয়ে দিল, ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং পাকিস্তান সফর সংক্রান্ত বেশ কিছু বিষয়ে দুশ্চিন্তার আশঙ্কা থেকেই অক্টোবরের সফর বাতিল করা হল।

রাওয়ালপিণ্ডিতেই সফর বাতিলের ঘোষণার কথা জানিয়েছিল নিউজিল্যান্ড। সেখানেই ১৩ ও ১৪ তারিখ ডাবল হেডারে ইংল্যান্ড ও পাকিস্তানের পুরুষ ও মহিলা দলের টি ২০ আন্তর্জাতিক খেলার কথা ছিল। তারপর পাকিস্তানের মহিলা দলের সঙ্গে ইংল্যান্ডের মহিলা দলের তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। ইসিবি আজ বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানে ফিউচার ট্যুরস প্রোগ্রামের অন্তর্গত সিরিজ খেলতে ইংল্যান্ডের সেই দেশে যাওয়ার কথা ২০২২ সালে। এই বছরের গোড়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টি ২০ বিশ্বকাপের আগে দুটি টি ২০ ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে। মহিলা ক্রিকেট দলেরও পাক সফরের কথা ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে অনিচ্ছা সত্ত্বেও সফর বাতিলের পথেই হাঁটতে হচ্ছে। শারীরিক ও মানসিকভাবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভালো থাকার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে তা সুনিশ্চিত করাও বেশ কঠিন। কোভিড পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে যেখানে দীর্ঘদিন দলের সকলে রয়েছেন, সেখানে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে কিছু বিষয় তাঁদের উপর চাপও তৈরি করতে পারে। টি ২০ বিশ্বকাপের আগে সেটা হতে দেওয়া বাঞ্ছনীয় নয়। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পিসিবিকে হতাশ করবে। গত দুই বছরে পিসিবি ইসিবিকে যে সহযোগিতা করেছে তাতে দুই দেশের বন্ধুত্ব আরও ভালো জায়গায় পৌঁছেছে। সফর বাতিলের জন্য দুঃখ প্রকাশ করলেও ২০২২ সালের সফরের বিষয়ে আশার কথাই শুনিয়েছে ইসিবি।

পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাও নিজের হতাশা গোপন রাখেননি। ইংল্যান্ড কথা রাখতে না পারলেও পাকিস্তান ক্রিকেট স্বমহিমাতেই বিরাজ করবে বলে আশাবাদী রামিজ। তিনি ফের টি ২০ বিশ্বকাপের আগে পাকিস্তান দলকে উদ্বুদ্ধও করেছেন বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠার জন্য। তাহলেই অন্যান্য দেশ অজুহাত খুঁজে সরে না দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য লাইন দিয়ে থাকবে বলেও টুইটে উল্লেখ করেছেন রামিজ।

English summary
England's Tour Of Pakistan For Two T20Is In Mid-October Has Been Cancelled. ECB Cite Player And Staff Wellbeing And Increasing Concerns About Travelling To The Region.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X