For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই ও আহমেদাবাদকে নজরে রেখে দেশের বিভিন্ন মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট রেকর্ড কী বলছে?

নজরে চেন্নাই ও আহমেদাবাদ, সঙ্গে ভারতের বিভিন্ন মাঠে ইংল্যান্ডের টেস্ট জয়ের রেকর্ড কী বলছে?

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরে চলে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৫ ফেব্রুয়ারি দুই দলের মধ্যে প্রথম টেস্টে শুরু হবে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে খেলা। ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি টেস্টে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে আয়োজিত হবে। তার আগে দুই মাঠে ইংল্যান্ডের টেস্ট জয়ের হার দেখে নেওয়া যাক।

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট রেকর্ড

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট রেকর্ড

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম বা চিপকে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৯টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। পাঁচটি ম্যাচ জিতেছে বিরাট কোহলির দেশ। তিনটি ম্যাচ হারতেও হয়েছে। ১৯৮৫ সালে শেষ বার এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতেছিল ভারত।

মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের পারফরম্যান্স

মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের পারফরম্যান্স

নবরূপে তৈরি হওয়া আহমেদাবাদের মোতেরা বা সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড সিরিজের শেষ দুটি টেস্ট হবে। এই মাঠে এর আগে টেস্ট দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার জিতেছে ভারত। এক বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে মোট টেস্ট জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে মোট টেস্ট জয়

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৯টি টেস্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৫টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডর বিরুদ্ধে চারটি টেস্ট জিতেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্স ও পাঞ্জাবের মোহালিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি করে টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

সবচেয়ে খারাপ পারফরম্যান্স

সবচেয়ে খারাপ পারফরম্যান্স

দিল্লির অরুণ জেটলি (প্রাক্তন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম) স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে খারাপ টেস্ট রেকর্ড রয়েছে ভারতের। এই মাঠে হওয়া সাতটি ম্যাচের একটিও জিততে পারেনি ভারত। তিনটি ম্যাচ হেরে যাওয়ার পাশাপাশি ব্রিটিশদের বিরুদ্ধে চারটি টেস্ট ড্র করেছে টিম ইন্ডিয়া।

English summary
Englands test winning record in Chennai and Ahmedabad, what is the record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X