For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিডসে ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক হয়েই জেমস অ্যান্ডারসনের দরাজ প্রশংসা জো রুটের

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়কের নাম আজ থেকে এককভাবে জো রুট। লিডসে ভারতের বিরুদ্ধে ইনিংস জয় ছিনিয়ে নিতেই তিনি টপকে গেলেন মাইকেল ভনের রেকর্ড। মাইকেল ভন ইংল্যান্ড অধিনায়ক হিসেবে জিতেছেন ২৬টি টেস্ট। দেশকে ৫৫তম টেস্টে নেতৃত্ব দিয়ে আজ ২৭তম জয়ের স্বাদ পেলেন অধিনায়ক রুট। অ্যান্ড্রু স্ট্রস ও অ্যালাস্টেয়ার কুকের নেতৃত্বে ইংল্যান্ড ২৬টি করে টেস্ট জিতেছে।

ভনকে টপকালেন রুট

রুট এদিন টেস্ট জয়ের পর বলেন, এই টেস্টের শুরুতেও আমি বলেছি দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখে এসেছি। এই দিনটারও স্বপ্ন দেখতাম। মাইকেল ভনকে টপকে যেতে পেরে গর্বিত। কিন্তু একজন অধিনায়ক একা কিছু করতে পারেন না। এই কীর্তিতে তাই অবদান রয়েছে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের। করোনা পরিস্থিতিতে ইংল্যান্ড দলের রোটেশন পদ্ধতি দলের ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছিল। কঠিন সময়ে যে নেতৃত্ব দিতে হয়েছে সে কথা রুট স্বীকারও করেছেন। ফোকাস ধরে রাখাও কঠিন ছিল। এই সময়কালকেই তাঁর অধিনায়কত্বের সবেচেয়ে বেশি চ্যালেঞ্জিং সময় বলে মনে করেন রুট। যতদিন অধিনায়কত্ব উপভোগ করবেন, দলকে যতদিন সঠিক দিশা দেখাতে পারছেন এবং যতদিন নিজে মনে করবেন যে দায়িত্ব পালনে তিনি যোগ্য, ততদিনই যে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে চান সেটাও স্পষ্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক। নিজের ঘরের মাঠে দেশের সর্বকালের সেরা হয়ে তৃপ্ত রুট বলেন, আমার হোম গ্রাউন্ডে ছোটবেলায় অনেক ক্রিকেট খেলা দেখেছি। প্রত্যেকবার যখন আসি যে অভ্যর্থনা পাই তা অসাধারণ।

সর্বকালের সেরা অ্যান্ডারসন

সর্বকালের সেরা অ্যান্ডারসন

লর্ডস টেস্টে হারার পর লিডসে যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে তাতে খুশি রুট। তিনি বলেন, এই সপ্তাহে আমরা যেভাবে খেলেছি তাতে গর্বিত। সিরিজ ১-১ করে ড্রেসিংরুমে সকলের মুখে হাসি দেখছি। সামনে আরও দুটি ম্যাচ বাকি। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। গতকাল প্রত্যাশিতভাবে উইকেট না এলেও বিশ্বাস ছিল নতুন বলে ভারতকে সমস্যায় ফেলা যাবে। ররি বার্নস ও হাসিব হামিদের শতরানের পার্টনারশিপকেই টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক। প্রথম দিন কন্ডিশনকে কাজে লাগিয়ে বোলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। জেমস অ্যান্ডারসনের দরাজ প্রশংসা করে রুট বলেন, কেন তাঁকে টেস্টে সর্বকালের সেরা বলা হয় সেটা আরও একবার দেখালেন জিমি। বোলিং গ্রুপকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। এই বয়সে তিনি যতটা ফিট, তা সত্যিই দারুণ এবং বাকিদেরও শিক্ষণীয়। জস বাটলারের স্ত্রী সন্তানসম্ভবা। তিনি পরের টেস্টে খেলবেন কিনা তা কয়েক দিনের মধ্যে বোঝা যাবে বলে জানান রুট।

উচ্ছ্বসিত রবিনসন

ম্যাচের সেরা হয়েছেন অলি রবিনসন। হেডিংলিতেই তাঁর কেরিয়ার শুরু। সেখানেই ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে দলের প্রথম টেস্ট জয়ের সাক্ষী হলেন। তিনি বলেন, এই জয় সত্যিই খুব স্পেশ্যাল। এখানে আমি বোলিং করতে বরাবর উপভোগ করি। দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়ে উত্তেজিত ছিলাম। আমার পাঁচ উইকেট ইংল্যান্ডের জয়ে কাজে লেগেছে সেটাই সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। অ্যান্ডারসনের সঙ্গে বোলিংয়ের অভিজ্ঞতা নিয়ে রবিনসন বলেন, এটা আমার কাছে খুব সম্মানের। অ্যান্ডারসনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। তা আমার বোলিংকেও উন্নততর করছে। তাঁর সঙ্গে আরও অনেক ম্যাচে বোলিং ওপেন করতে চাই। বিরাটের উইকেট নিয়ে রবিনসন বলেন, ওই ওভারে বিরাট দুটি চার মারার পর সেই চতুর্থ বা পঞ্চম স্টাম্প লক্ষ্য করে একটু অ্যাঙ্গেল বদল করে বোলিং করি, আশা ছিল বিরাটের ব্যাট ছুঁয়ে ক্যাচ হতে পারে, সেটাই হয়েছে। উল্লেখ্য, চারটি টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন রবিনসন। দুবারই ভারতের বিরুদ্ধে। চলতি সিরিজে নটিংহ্যামের পর লিডসে। তবে লিডসেই করলেন কেরিয়ারের সেরা বোলিং। ৬৫ রানের ৫ উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে, সেই সুবাদে ম্যাচে পেলেন ৭ উইকেট। ৪ টেস্টে ২৩ উইকেট পাওয়া রবিনসনের প্রশংসা করেছেন জো রুটও।

English summary
England's Most Successful Test Captain Joe Root Hails James Anderson As GOAT Of Tests. Root Surpassed The Record Of Michael Vaughan In Terms Of Most Number Of Wins By An England Test Captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X