For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে অস্বস্তিতে ইংল্যান্ড, ভারতের বিরুদ্ধে অনিশ্চিত তারকা ব্যাটার

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট সমস্যায় ইংল্যান্ড। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মঈন আলি জানিয়েছেন, চোটের কারণে সেমিফাইনালে অনিশ্চিত ডেভিড মালান। ভারত যে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে তাতে ইংল্যান্ডকে সেমিফাইনালে আন্ডারডগ হিসেবেই মনে করছেন মঈন।

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে অস্বস্তিতে ইংল্যান্ড

দুই দেশের পারস্পরিক দ্বৈরথে ভারত এগিয়ে রয়েছে ১২-১০ ব্যবধানে। শেষ টি ২০ সিরিজে ইংল্যান্ড দেশের মাটিতে হেরে গিয়েছিল ভারতের কাছে। প্রথম দুটি ম্যাচ ভারত জেতার পর শেষ ম্যাচটিতে জিতেছিল ইংল্যান্ড। মঈন আলি বলেন, ইংল্যান্ড সেমিফাইনালে আন্ডারডগ হিসেবে নামবে। গত এক বছর ধরে ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। চলতি বিশ্বকাপেও তারা ভালো খেলছে। সত্যি কথা মানতে কোনও দ্বিধা নেই যে, আমরা কিছুটা হলেও পিছিয়েই রয়েছি।

ইংল্যান্ডের সমস্যা বাড়াচ্ছে ডেভিড মালানের চোট। তাঁর সেমিফাইনাল খেলার সম্ভাবনা যে নেই তা স্পষ্ট হয়েছে মঈনের কথাতেই। টি ২০-তে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাটার মালান সুপার টুয়েলভে ইংল্যান্ডের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে কুঁচকিতে চোট পেয়েছেন। তাঁর চোটের যে অবস্থা তা মোটেই ভালো ইঙ্গিতবাহী নন বলেই জানিয়েছেন মঈন। তিনি বলেন, কয়েক বছর ধরে মালান আমাদের সেরা ব্যাটারদের একজন। আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে মালানের যে চোট রয়েছে তা মোটেই ভালো অবস্থায় নেই। গতকাল তিনি স্ক্যান করাতে গিয়েছিলেন। তাঁকে দেখে দেখে মনে হচ্ছিল ভালোই চোট রয়েছে। উল্লেখ্য, শ্রীলঙ্কা ইনিংসের ১৫ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন মালান। একটি বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তিনি চোট পান। প্যাড পরে বসে থাকলেও ব্যাট করতে নামতে পারেননি তিনি। মালান খেলতে না পারলে ভারতের বিরুদ্ধে ফিল সল্টকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে লুক উড, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসন থাকলেও কেউই ব্যাটার মালানের বিকল্প নন।

ইংল্যান্ড অবশ্য চলতি টি ২০ বিশ্বকাপে চেনা ছন্দে নেই। দলে নামজাদা ক্রিকেটাররা থাকলেও ফর্ম তথা পারফরম্যান্স স্বস্তিদায়ক নয়। সুপার টুয়েলভে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে কষ্টার্জিত জয় ছিনিয়ে জস বাটলারের দল শেষ চারে জায়গা করে নিয়েছে। তবে গ্রুপ ১-এর ২ নম্বর দল হিসেবেই ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। দক্ষতা অনুযায়ী ইংল্যান্ড যে এখনও অবধি চলতি বিশ্বকাপে খেলতে পারেনি সে কথা মেনেও নিয়েছেন মঈন আলি।

English summary
England's Dawid Malan Is Likely To Miss T20 World Cup Semi Final vs India In Adelaide, Confirmed Moeen Ali. According To Him, England Are The Underdogs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X