For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবুরে মেওয়া ফলে, লর্ডস টেস্টে উপলব্ধি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের

Google Oneindia Bengali News

কথায় আছে, সবুরে মেওয়া ফলে। লর্ডস টেস্টে সেই উপলব্ধি নিশ্চিতভাবেই হল ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের সহ অধিনায়ক ব্রডের আজ রাতের ঘুমও সে কারণে ভালোই হবে।

সবুরে মেওয়া ফলে, লর্ডস টেস্টে উপলব্ধি স্টুয়ার্ট ব্রডের

টেস্টে উইকেটের খরা চলছিল স্টুয়ার্ট ব্রডের। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের প্রথম ইনিংসে ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে উইকেট না পাওয়ায় টেস্টে শেষ শিকার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরপর ভারতের বিরুদ্ধে চেন্নাই ও আমেদাবাদে দুটি টেস্ট খেললেও একটিও উইকেট পাননি ৩৫ পূর্ণ করতে চলা ইংল্যান্ডের এই অভিজ্ঞ পেসার।

অবশেষে আজ লর্ডস টেস্টের পঞ্চম দিনে তিনি ফেরালেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামকে। অ্যাঞ্জেলোকে আউট করার পর টেস্টে ফের একটি উইকেট পেতে ব্রডকে অপেক্ষা করতে হল ৮১.২ ওভার! এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে লাথামকে লেগ বিফোর করেন ব্রড। ৬ উইকেটে ১৬৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সামনে জয়ের টার্গেট ২৭৩। লাথামই সর্বাধিক ৩৬ রান করেন। কনওয়ে আউট হন ২৩ রানে। রস টেলর করেন ৩৩। প্রথম ইনিংসে ১৩ করার পর দ্বিতীয় ইনিংসে ১ রানে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন এই ম্যাচেই অভিষেক হওয়া অলি রবিনসন। যদিও সোশ্যাল মিডিয়ায় পুরানো পোস্ট নিয়ে বিতর্কের জেরে তাঁকে দ্বিতীয় টেস্টে নাও খেলানো হতে পারে। ওই পোস্টের জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন এই নবাগত পেসার।

English summary
England Pacer Stuart Broad Picked Up His First Wicket In Test After A Gap More Than 81 Overs. Broad Was Named Vice-Captain Of England For The Test Series vs New Zealand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X