For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আইপিএলের জন্য ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিতে বদল নয়', টুর্নামেন্টের জন্য ক্রিকেটারও ছাড়বেন না জাইলস

'আইপিএলের জন্য ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিতে বদল নয়', টুর্নামেন্টের জন্য ক্রিকেটারও ছাড়বেন না জাইলস

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের একটা সূত্রের তরফে জানানো হয়েছিল যে থমকে যাওয়া আইপিএল ফের শুরু করার জন্য ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের সূচিতে বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়দের কথা হচ্ছে বলেও জানানো হয়েছিল। কিন্তু সেই খবরের ভিত্তিতেই কুঠারাঘাত করেছেন অ্যাশলে জাইলস। সাফ জানিয়েছেন, বিসিসিআইয়ের তরফে এ ব্যাপারে কোনও অনুরোধ করা হয়নি। তাছাড়া আইপিএলের জন্য নিজেদের সূচিতে তাঁরা বদল ঘটাতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট তথা প্রাক্তন স্পিনার।

ক্রিকেট ফ্যানদের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় রোহিত, ভাইরাল হিটম্যানের আবেগপ্রবণ পোস্টক্রিকেট ফ্যানদের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় রোহিত, ভাইরাল হিটম্যানের আবেগপ্রবণ পোস্ট

আইপিএলের জন্য সূচিতে বদল নয়

আইপিএলের জন্য সূচিতে বদল নয়

বিসিসিআইয়ের একটা সূত্রের তরফে জানানো হয়েছিল যে থমকে যাওয়া আইপিএল ফের শুরু করার জন্য ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের সূচিতে বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়দের কথা হচ্ছে বলেও জানানো হয়েছিল। কিন্তু সেই খবরের ভিত্তিতেই কুঠারাঘাত করেছেন অ্যাশলে জাইলস। সাফ জানিয়েছেন, বিসিসিআইয়ের তরফে এ ব্যাপারে কোনও অনুরোধ করা হয়নি। তাছাড়া আইপিএলের জন্য নিজেদের সূচিতে তাঁরা বদল ঘটাতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট তথা প্রাক্তন স্পিনার।

ক্রিকেটারদের ছাড়া হবে না

ক্রিকেটারদের ছাড়া হবে না

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে থমকে থাকা আইপিএলের বাকি ম্যাচগুলি হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। একই সময় বাংলাদেশ ও পাকিস্তান সফরে ব্যস্ত থাকার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। দলের প্রথম সারির ক্রিকেটারদের সেই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তবু সেই সব ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য ছাড়া হবে না বলেও জানিয়েছেন জাইলস। টি২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে দেশের ক্রিকেটারদের সঠিক অবস্থানে রাখাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট তথা প্রাক্তন স্পিনার।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

আগামী ৪ অগাস্ট থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ট্রেন্টব্রিজে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ১০ সেপ্টেম্বর থেকে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই ম্যাচ চলার কথা। পরিস্থিতি এমন যে এরপর আইপিএল ২০২১-এর কোনও প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না বিরাট কোহলিরা।

আইপিএল শুরু হবে কবে

আইপিএল শুরু হবে কবে

করোনা ভাইরাসের আবহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ভারত থেকে ফের সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের শেষাংশ আয়োজন করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। ইভেন্ট আয়োজনের জন্য কিছুটা সময় প্রয়োজন বলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে টেস্ট সিরিজে রদবদল ঘটানোর আবেদন করেছিল বিসিসিআই।

English summary
England not planning on making any changes to accommodate the IPL, says Ashley Giles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X