For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভাল টেস্টে ইংল্যান্ড পাচ্ছেন না জস বাটলারকে, ওকসকে ডেকে নতুন পরিকল্পনা রুটদের

Google Oneindia Bengali News

লিডস টেস্টে ভারতকে ইনিংসে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর ওভাল টেস্ট নিয়েও পরিকল্পনা শুরু করে দিল জো রুটের ইংল্যান্ড। আজ সিরিজের চতুর্থ টেস্টের দল ঘোষণা হল। জস বাটলার দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন বলে ওভাল টেস্টে খেলতে পারবেন না। একই কারণে তিনি আইপিএল থেকেও আগেই সরিয়ে দাঁড়িয়েছেন।সিরিজের শেষ টেস্টেও তিনি খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। দলে বড় চমক ক্রিস ওকসকে নেওয়া। স্যাম কারানের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন তিনি।

দলে ফিরলেন ওকস

দলে ফিরলেন ওকস

ইংল্যান্ডের হয়ে দুরন্ত ফর্মে থাকা ক্রিস ওকস গত বছর প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার হন। যদিও গত বছরের অগস্টে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার পর এক বছর ধরে তিনি টেস্ট খেলার সুযোগ পাননি। গোড়ালির চোটের কারণে ভারত সফরের টেস্ট দলেও বিবেচিত হয়নি ওকসের নাম। বাটলার ছিটকে যেতেই ওকসকে দলে নিয়ে ভারতের মনোবলেও আঘাত করতে চাইল ইংল্যান্ড। যদিও পরের টেস্টেও শক্তিশালী ভারতকে সমীহই করছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। ওকসকে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওয়ারউইকশায়ারের হয়ে তিনি যেভাবে বোলিং করছেন তাতে গোড়ালির চোট যে সেরে গিয়েছে সেটা বোঝা গিয়েছিল। বলের পাশাপাশি ব্যাট হাতে মিডল অর্ডারে তাঁর অবদান আমরা মিস করছিলাম। দুটি টেস্ট বাকি রয়েছে। আমরা অবশ্যই ওকসের দিকে নজর রাখব। লিডসে সাকিব মাহমুদকে খেলানো নিয়ে জল্পনা ছিল। কিন্তু খেলানো হয় ক্রেগ ওভার্টনকে। ওকস আসায় সাকিবকে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ কাউন্টি ম্যাচের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

টেস্ট শতরান ভারতেরই বিরুদ্ধে

টেস্ট শতরান ভারতেরই বিরুদ্ধে

২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে সাউদাম্পটনে ওকস দুই ইনিংসে উইকেট পাননি। ম্যাঞ্চেস্টারে একটি উইকেট পেয়েছিলেন। ওভাল টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন ৩০ রানের বিনিময়ে, দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পান। ২০১৬ সালে ভারত সফরে তিন টেস্টে পান ৩ উইকেট। ২০১৮ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে দুই ইনিংসেই দুটি করে উইকেট নেন। এই টেস্টেই সাতে নেমে টেস্ট কেরিয়ারের একমাত্র শতরানটি তিনি পূর্ণ করেছিলেন, ম্যাচের সেরার পুরস্কারও পান। ১৭৭ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে ছিল ২১টি চার। নটিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন। ভারতের বিরুদ্ধে ওকসের ভালো পারফরম্যান্সের কথা মনে করিয়ে বিরাটদের সঙ্গে মানসিক লড়াইও জোরালো করল ইংল্যান্ড। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কাটিয়ে এ বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন ৩৮টি টেস্টে ১১২টি উইকেটের মালিক ক্রিস ওকস। এবারের আইপিএলে তিনটি ম্যাচে তিনি পাঁচটি উইকেট দখল করেছেন।

বোলিং বিকল্পে সন্তুষ্ট সিলভারউড

বোলিং বিকল্পে সন্তুষ্ট সিলভারউড

দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মার্ক উড। সিলভারউড জানান, ওই চোট সারিয়ে মার্ক দ্রুত ফিট হওয়ার দিকেই এগোচ্ছেন। হেডিংলিতে শেষ দিনে তিনি বোলিং কোচ জন লুইসের তত্ত্বাবধানে বোলিংও করেছেন। বল করতে ব্যথা অনুভবও করছেন না। সিরিজ শেষের দিকে যত এগোচ্ছে ততই দলের বোলিং কম্বিনেশনের বিকল্প খুশি করছে ইংল্যান্ড কোচকে। বাটলার না থাকায় ইংল্যান্ড দলে কামব্যাক করতে পারেন অলি পোপ। জনি বেয়ারস্টো ২০১৯ সালের অ্যাশেজের পর ফের উইকেটকিপিং করতে চলেছেন। কভার হিসেবে রাখা হচ্ছে স্যাম বিলিংসকে। সিলভারউড বলেন, জস ও তাঁর পরিবারকে দ্বিতীয় সন্তানের জন্মের আগে আগাম শুভেচ্ছা রইল। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে আমরা ওভালে পাচ্ছি না। দেখা যাক, সিরিজের শেষ টেস্টে তিনি খেলতে পারেন কিনা। বেয়ারস্টোই কিপিং করবেন। বিলিংস থাকবেন রিজার্ভ কিপার হিসেবে।

ওভাল টেস্টে ইংল্যান্ড

ওভাল টেস্টে ইংল্যান্ড

বৃহস্পতিবার থেকে শুরু ওভাল টেস্ট। ওভালে ১৯৭১ সালে ভারত টেস্ট সিরিজ জেতার পর আর কোনও টেস্টে জয় পায়নি। শেষ তিনটি সাক্ষাতে ইংল্যান্ডের কাছে হেরেছে। লিডসে জয়ের পর অলরাউন্ডার ওকস আসায় দলের শক্তি বাড়াল রুটদের। ওভাল টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ররি বার্নস, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, ডেভিড মালান, ক্রেগ ওভার্টন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।

English summary
England Have Recalled Chris Woakes As Jos Buttler Will Miss The Oval Test Against India. Sam Billings Has Been Called Up As Wicketkeeping Cover With Jonny Bairstow Set To Take The Gloves.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X