
চোটের ওপর কাচের ঘা, হাতে অস্ত্রোপচারের পর আইপিএলে আর ফিরতে পারবেন কি আর্চার?
ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ ম্যাচ চলাকালীন কনুইতে চোট পেয়ে বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন জোফ্রা আর্চার। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে আরও এক দুর্ঘটনা ঘটিয়ে বসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। যার জন্য আর্চারের হাতে অস্ত্রোপচার বাধ্যতামূলর হয়ে পড়েছে। আর এর পরে ক্যারিবিয়ান বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আটকে থাকা কাচ
বাড়ির বাথরুমে মাছের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন জোফ্রা আর্চার। কোনও ভাবে হাত ফসকে ট্যাঙ্কটি নিচে পড়ে ভেঙে যায়। ভাঙা কাচ সরাতে গিয়ে ইংল্যান্ড ফাস্ট বোলারের হাত কেটে গিয়েছে বলে জানানো হয়েছে। একটি বড় কাচের টুকরো আর্চারের হাতে ঢুকে গিয়েছে বলে খবর। সেটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

চোটের কারণ এমনিতেই বাইরে
ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে চোট নিয়েই ভারত সফরে এসেছিলেন জোফ্রা আর্চার। টি২০ সিরিজ খেলার সময় ডান হাতি ফাস্ট বোলারের কনুইয়ের চোট বেড়ে যায়। কোনও ঝুঁকি না নিয়ে আর্চারকে তখনই ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে থাকাকালীনই দুর্ঘটনার কবলে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

আইপিএল খেলবেন কি আর্চার
চলতি বছরের অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে। ওই টুর্নামেন্টে দলে জোফ্রা আর্চারের উপস্থিতি যেনতেন-প্রকারেণ চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট এবং দুর্ঘটনায় বিদ্ধ ডান হাতি ফাস্ট বোলার কোনও ভাবে আগামী আইপিএল খেলার সুযোগ পেলে এবং সেখানে চোট আরও বেড়ে গেলে আর্চারের জাতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আর্চারের আইপিএল কেরিয়ার
২০২০ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪টি ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ৩৫টি ম্যাচ খেলে ৪৬টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।