For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিডসে বার্মি আর্মির 'চেরিও বিরাট' গান, ভারত অধিনায়ককে খোঁচা অ্যান্ডারসনের

টেস্টে আরও একবার জেমস অ্যান্ডারসনের শিকার হলেন বিরাট কোহলি। টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে শতরান ছাড়াই আউট হয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশই করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

  • |
Google Oneindia Bengali News

টেস্টে আরও একবার জেমস অ্যান্ডারসনের শিকার হলেন বিরাট কোহলি। টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে শতরান ছাড়াই আউট হয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশই করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে লিডসে ব্যাট হাতে বিরাটের ব্যর্থতায় যারপরনাই খুশি হয়েছে ইংল্যান্ডের বার্মি আর্মি। ম্যাচের প্রথম দিনে ৭ রানে আউট হওয়া বিরাটকে গান গেয়ে বিদায় জানিয়েছে তারা। অন্যদিকে ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডরসনের খোঁচাও খেতে হয়েছে ভারত অধিনায়ক। সবমিলিয়ে লর্ডসে অসাধারণ জয়ের পর লিডস টেস্টের প্রথম দিন যে বিরাটের জন্য দুঃস্বপ্নে পরিণত হল, তা বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিরাটকে আলবিদা

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ১৭ বল খেলে ৭ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে শতরান হাতছাড়া হওয়া তো দূর, চলতি সিরিজে ভারত অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স় নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ভারতের ক্রিকেট ফ্যানরা। ব্যাড প্যাচ কাটাতে বিরাটকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কাছ থেকে টিপস নেওয়ার পরামর্শ দিয়েছেন গ্রেট সুনীল গাভাসকর। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিও ক্রিকেট ফ্যানদের মনে ব্যাথা দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে হেডিংলেতে আউট হয়ে সাজঘরে ফিরছেন ভারত অধিনায়ক। তাঁকে গান গেয়ে আলবিদা জানাচ্ছে গ্যালারিতে বসে থাকা বার্মি আর্মিরা। সুরেলা ওই গানের কথা, 'চেরিও বিরাট'। ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। লর্ডস টেস্টে অ্যান্ডারসনের সঙ্গে বিরাটের একটি কথোপকথনের ভিডিও পোস্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেট ফ্যানরা। বহু বিতর্কিত ঘটনার দলিল বহন করা বার্মি আর্মিদের জন্য এ ধরনের আচরণ নতুন কিছু নয়। তবে অধিনায়ক বিরাটকে নিশানা করায় ইংল্যান্ডের ওই ফ্যানদের একহাত নিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

বিরাটকে চুপ করানো প্রয়োজন

বিরাটকে চুপ করানো প্রয়োজন

লিডসে বিরাট কোহলিকে আউট করে উচ্ছ্বসিত হয়েছেন জেমস অ্যান্ডারসন। ম্যাচ শেষের পর এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের ফাস্ট বোলার বলেছেন, ভারতকে বেঁধে রাখতে অধিনায়ক বিরাটকে চুপ কারানোটা ভীষণই প্রয়োজন। বিশেষ করে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট একবার ছন্দ ফিরে পেলে তাঁকে আটকানো মুশকিল হবে বলেও মনে করেন অ্যান্ডারসন। কেবল লিডস নয়, টিম ইন্ডিয়ার অধিনায়কের বিরুদ্ধে গোটা সিরিজ জুড়েই ইংল্যান্ডের ফাস্ট বোলাররা দুর্দান্ত পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও পরিকল্পনার সঙ্গে বল করেছেন বলে জানিয়েছেন জিমি। যিনি লিডস টেস্টের প্রথম ইনিংসে ৮ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। কেএল রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটি করেছিলেন জেমস অ্যান্ডারসনই।

বিরাটের উইকেট স্পেশাল

বিরাটের উইকেট স্পেশাল

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ যে বিরাট কোহলি, তা মেনে নিয়েছেন জেমস অ্যান্ডরসন। ভারত অধিনায়ককে অসাধারণ ব্যাটসম্যান বলে আখ্যা দিয়ে তাঁর উইকেট নেওয়ার গুরুত্ব স্বীকার করেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। জানিয়েছেন বাইশ গজে বিরাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তিনি সম্বৃদ্ধ হন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়ককে মোট দশ বার আউট করেছেন অ্যান্ডারসন। কেবল টেস্টেই ইংল্যান্ড ফাস্ট বোলারের কাছে সাত বার পরাস্ত হয়েছেন বিরাট। ইংল্যান্ডের ফাস্ট বোলারের প্রতি সমীহের কথা জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়কও।

বিরাটের ব্যর্থতা

বিরাটের ব্যর্থতা

শেষ দশটি টেস্টে মাত্র ২৪.৫৬-র গড়ে রান করেছেন ভারত অধিনায়ক। চলতি বছর এখনও পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ খেলে ২৪.৮৩-র গড়ে ২৯৮ রান করেছেন কোহলি। মাত্র দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তিন বার তিনি শূন্য রানে আউট হয়েছেন। সর্বোচ্চ ৭২ রান এসেছে বিরাটের ব্যাট থেকে। ২০২০ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১টি টেস্ট খেলে ৪১৪ রান করেছেন অধিনায়ক। মোট ১৮টি ইনিংসে ২৩-র গড়ে রান করেছেন বিরাট কোহলি। শেষ আটটি আন্তর্জাতিক ইনিংস থেকে অর্ধশতরান পেতেও ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। চলতি সিরিজে চারটি ইনিংস খেলে ১৭.২৫-র গড়ে মাত্র ৬৯ রান করেছেন কোহলি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
England fast bowler James Anderson spoke about Team India captain Virat Kohli's dismissal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X