শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে ভারতকে ধরে ফেলল ইংল্যান্ড, দেখে নিন পরিসংখ্যান
শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। এবার কড়া টক্করের সম্মুখীন হতে ভারতে আসছেন জো রুটরা। তার আগে এক অনবদ্য পরিসংখ্যানে টিম ইন্ডিয়াকে ধরে ফেলল ইংল্যান্ড ক্রিকেট দল। কোন রেকর্ডের মালিক হল বিশ্ব চ্যাম্পিয়নরা, তা দেখে নেওয়া যাক।

শ্রীলঙ্কার মাটিতে ক্লিন সুইপ
করোনা ভাইরাসের আবহে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সিরিজের দুটি ম্যাচই জিতেছেন জো রুটরা। ঘরের মাঠে সিরিজ হোয়াইট ওয়াশের শিকার হতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসদের।
শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়
শ্রীলঙ্কার মাটিতে এখনও পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তার মধ্যে ৯টি ম্যাচ জিতেছেন ব্রিটিশরা। শ্রীলঙ্কার মাটিতে সফরকারী দল হিসেবে সম সংখ্যক টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দলও।
ভারতকে ছাপিয়ে গিয়েছে ইংল্যান্ড
শ্রীলঙ্কার মাটিতে সফরকারী দল হিসেবে ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। কিন্তু ছয় ম্যাচ কম খেলেও লঙ্কান ভূমে ৯ ম্যাচ জিতে অন্য হাতে ভারতকে টপকে গিয়েছে ইংল্যান্ড। ফলে জো রুট শিবির যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ভারতে টেস্ট খেলতে আসবে, তা বলাই যায়।
পরপর পাঁচ ম্যাচে জয়
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে পরপর পাঁচটি টেস্ট ম্যাচ জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। যে রেকর্ড অন্য কোনও দেশের নেই। ২০১২ সালের এপ্রিল মাসের পর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে আর টেস্ট ম্যাচ হারেনি ব্রিটিশরা।