For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তানের বোলারদের দাপট রুখে নায়ক স্টোকস

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। মেলবোর্নে ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল জস বাটলারের দল। পাকিস্তানের বোলাররা প্রথমদিকে ইংল্যান্ডের উপর চাপ তৈরির মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। বাটলারের দলের সামনে ১৩৮ রানের টার্গেট রেখেছিল পাকিস্তান। বেন স্টোকস ও মঈন আলির পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিল ইংল্যান্ডের দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপ জয় নিশ্চিত করার ক্ষেত্রে।

ইংল্যান্ড টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন

২০১০ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ২০১৬ সালের বিশ্বকাপেও খেতাবের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইডেনে সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। বেন স্টোকসের প্রথম চার বলেই চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাপ জিতিয়েছিলেন কার্লোস ব্রেথওয়েট। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। সেই ম্যাচেও স্টোকসের ৯৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড ম্যাচ টাই রেখেছিল। তারপর খেলা গড়ায় সুপার ওভারে। তার মাধ্যমেও ফলাফল নির্ধারিত না হওয়ায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় বেশি বাউন্ডারি মারার নিরিখে। সেই ফাইনালেও ম্যাচের সেরার পুরস্কার দখলে নিয়েছিলেন স্টোকস।

হিসেব কষে জয়

আজ ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড প্রথম ওভারের শেষ বলে ৭ রানে প্রথম উইকেট হারায়। ২ বলে ১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হন অ্যালেক্স হেলস। ৩.৩ ওভারে ৩২ রানের মাথায় ফিল সল্ট (৯ বলে ১০)-কে ফেরান হ্যারিস রউফ। ৫.৩ ওভারে ৪৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (১৭ বলে ২৬)। পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৯। ৬.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৭৭। ১২.২ ওভারে হ্যারি ব্রুক আউট হন দলের ৮৪ রানের মাথায়। ২৩ বলে ২০ রান করে ব্রুক শাদাব খানের শিকার।

স্টোকস-মঈন জুটিতে বাজিমাত

এরপর দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্টোকস ও মঈন আলি। ১৮.২ ওভারে মঈন আলি (১২ বলে ১৯) রান করে মহম্মদ ওয়াসিমের বলে যখন বোল্ড হন তখন পাকিস্তানের স্কোর ১৩২। ১৯তম ওভারের শেষ বলেই ইংল্যান্ডের ৫ উইকেটে জয় নিশ্চিত করে দেন স্টোকস। ৮০ হাদার ৪৬২ জন দর্শক এদিন উপস্থিত ছিলেন এমসিজিতে। স্টোকস ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। শেষ চার ওভারে ইংল্যান্ডের জিততে প্রয়োজন ছিল ২৮ রান। মহম্মদ ওয়াসিম ১৭তম ওভারে ১৬ রান দিতেই ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ে ম্যাচ।

১২ বছর পর ফের খেতাব

পাকিস্তানের হ্যারিস রউফ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও মহম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদের ৩৮ ও বাবর আজমের ৩২ রানের সৌজন্যে পাকিস্তান তুলেছিল ৮ উইকেটে ১৩৭। স্যাম কারান তিনটি, আদিল রশিদ ও ক্রিস জর্ডন নেন দুটি করে উইকেট। বেন স্টোকস বোলিং ওপেন করে ১ উইকেট নেওয়ার পর দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন অনবদ্য অর্ধশতরান হাঁকিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে টি ২০ বিশ্বকাপ দুবার জেতার গৌরব অর্জন করল ইংল্যান্ড।

English summary
England Defeated Pakistan To Be The Champion Of T20 World Cup 2022 In Melbourne. Ben Stokes Is The Top Scorer Of England, Sam Curran Bags 3 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X