For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলা এই ইংল্যান্ড ক্রিকেটারের শরীরে করোনার লক্ষণ!

পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলা এই ইংল্যান্ড ক্রিকেটারের শরীরে করোনার লক্ষণ!

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান প্রিমিয়ার লিগের মাঝপথেই দেশে ফিরে যাওয়া ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসের শরীরে করোনা ঘটিত সংক্রমণের লক্ষণ পরিলক্ষিত হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার রামিজ রাজার নজরে তা পড়েছে বলে খবর। যদিও এ ব্যাপারে ওই ব্রিটিশ ক্রিকেটার বা তাঁর পরিবারের সদস্যদের তরফে কিছু জানানো হয়নি।

করোনার ব্যাপক প্রভাব

করোনার ব্যাপক প্রভাব

করোনার ভাইরাসের প্রভাবে বিশ্বে প্রায় সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন প্রায় দুই লাখ। বিশ্বের ১৬২টি দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফে জানানো হয়েছে। পাকিস্তান এবং ইংল্যান্ড করোনায় প্রভাবিত দেশগুলির মধ্য অন্যতম।

স্থগিত পিএসএল

স্থগিত পিএসএল

নোবেল করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে পাকিস্তানে। ইতিমধ্যেই মারণ ভাইরাসে সে দেশে এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পরে, তাই পাকিস্তানে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করা হয়েছে। করোনার জেরে স্থগিত করা হয়েছে জনপ্রিয় পাকিস্তান প্রিমিয়ার লিগও।

পিএসএলে হেলস

পিএসএলে হেলস

ইংল্যান্ড ক্রিকেট দলের ওপেনার অ্যালেক্স হেলস পাকিস্তান সুপার লিগের অন্যতম দল করাচি কিংসের প্রতিনিধিত্ব করেন। ওই টুর্নামেন্টে তিনি সাতটি ম্যাচ খেলেন। পাকিস্তানে করোনা ভাইরাসের প্রভাব বাড়তেই তিনি টুর্নামেন্টের মাঝপথে ইংল্যান্ড ফিরে যান।

কী বললেন রামিজ রাজা

কী বললেন রামিজ রাজা

পাকিস্তান ছাড়ার আগে ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখেছেন রামিজ রাজা। যদিও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এ ব্যাপারে নিশ্চিত নন। তাঁর কথায়, উপযুক্ত শারীরিক পরীক্ষার মাধ্যমেই তা জানা যাবে। তবে অ্যালেক্স হেলসের সুস্থতা চেয়েছেন রামিজ।

English summary
England cricketer Alex Hales might have shown coronavirus symptoms, says Ramiz Raja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X