For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল ইংল্যান্ড. শ্রীলঙ্কার হারের সঙ্গেই বিদায় আয়োজক দেশ অস্ট্রেলিয়ার

টি-২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল ইংল্যান্ড. শ্রীলঙ্কার হারের সঙ্গেই বিদায় আয়োজক দেশ অস্ট্রেলিয়ার

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপ ২০২২-এর শেষ চারে জায়গা করে নিল ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর সঙ্গেই গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথম দল হিসেবে শুক্রবার সেমিফাইনালে জায়গা কনফার্ম করে নিউজিল্যান্ড। তার ২৪ ঘণ্টার পর পরই দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে গেল ইংল্যান্ড।

টি-২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল ইংল্যান্ড. শ্রীলঙ্কার হারের সঙ্গেই বিদায় আয়োজক দেশ অস্ট্রেলিয়ার

সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হত ইংল্যান্ডকে। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ডসুন শনকা। নির্ধারিত ২০ ওভারে ব্যাটিং করে ১৪১/৮ রান তোলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৬৭ রান করেন পথুম নিসঙ্ক। ২টি চার এবং ৫টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। এ ছাড়া শ্রীলঙ্কার হয়ে ২২ রান করন ভানুকা রাজাপক্ষ এবং ওপেনার কুশল মেন্ডিস করেন ১৮ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া কোনও ব্যাটারই তিন অঙ্কের রানে পৌঁছাতো পারেননি। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কুরান এবং আদিল রশিদ।

১৪২ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৪৪/৬ রান তুলে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের এই জয়ের নেপথ্যে দুই মূল কারিগর অ্যালেক্স হেলস এবং বেন স্টোকস। ৩০ বলে ৪৭ রান করেন হেলস এবং স্টোকস করেন ৩৬ বলে অপরাজিত ৪২ রান। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার করেছেন ২৮ রান। তবে, জিতলেও সেমিফাইনালের আগে খুব একটা আশ্বস্ত হতে পারবে না ইংল্যান্ডের শিবির। দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ভাবে ইংল্যান্ডের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়েছে তা চিন্তার বিষয়। হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান কেউই দুই অঙ্কের রারে পৌঁছাতে পারেননি। ব্রুকস এবং লিভিংস্টোন ৪ রান করে করেন। মঈন আলি করেন ১ রান এবং স্যাম কুরান করেন ৬ রান। শ্রীলঙ্কার হয়ে দুইটি করে উইকটে পান লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ধনঞ্জয় ডি সিলভা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের এই জয়ের ফলে আয়োজক দেশ অস্ট্রেলিয়া ছিটকে গেল বিশ্বকাপ থেকে। শ্রীলঙ্কার উপরই নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। শ্রীলঙ্কার যদি ইংল্যান্ডকে হারাতে পারত তা হলে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে যেতেন ডেভিড ওয়ার্নার-অ্যান ফিঞ্চরা। কিন্তু তা না হওয়ায় আয়োজক দেশ বিদায় জানাল এই প্রতিযোগীতাকে।

English summary
England beat Sri Lanka and enter in the semifinal of T20 World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X