For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর প্রথম টেস্ট জয় ইংল্যান্ডের, দক্ষিণ আফ্রিকা সিরিজ হারায় কেন সুবিধা ভারতের?

  • |
Google Oneindia Bengali News

ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট শেষ হতে পুরো তিন দিনও লাগল না। দুই দিনের সামান্য বেশি সময়েই সিরিজ নির্ণায়ক টেস্ট ৯ উইকেটে জিতে নিল বেন স্টোকসের দল। প্রথম দিন বৃষ্টিতে খেলা শুরুই হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর টেস্টের দ্বিতীয় দিনেও কোনও খেলা হয়নি। তবে টেস্টটি বাতিল করা হয়নি। ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলে বাকি তিন দিন খেলা চালানোর সিদ্ধান্ত হয়েছিল।

ইংল্যান্ডের সিরিজ জয়

ইংল্যান্ডের সিরিজ জয়

আজ টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয় নিশ্চিত হতে লাগল ৫.৩ ওভার, সময়ের হিসেবে ২৮ মিনিট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১১৮ রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল ১৫৮ রানে। এরপর গতকাল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৫৬.২ ওভারে মাত্র ১৬৯ রানে। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসন নিয়েছিলেন দুটি করে উইকেট। বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট দখল করেন।

পরপর দুই টেস্ট জিতে সিরিজ পকেটে

পরপর দুই টেস্ট জিতে সিরিজ পকেটে

টেস্ট তথা সিরিজ জিততে ইংল্যান্ডের টার্গেট ছিল ১৩০ রান। গতকাল দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ৯৭। আজ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। একটি উইকেট হারিয়ে। অ্যালেক্স লিস ৩৯ রানে আউট হন। জ্যাক ক্রলি ৫৭ বলে ৬৯ ও অলি পোপ ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রবিনসন। ইংল্যান্ডের তরফে সিরিজ-সেরা হয়েছেন বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে প্লেয়ার অব দ্য সিরিজ কাগিসো রাবাডা। ইংল্যান্ড অধিনায়ক স্টোকস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৪৯ রান করার পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন।

ধাক্কা খেল প্রোটিয়ারা

ধাক্কা খেল প্রোটিয়ারা

লর্ডসে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানে জিতেছিল। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টটি ইংল্যান্ড ইনিংস ও ৮৫ রানে জিতে সিরিজে সমতা ফেরায়। তারপর এদিনের এই জয়। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছর লর্ডসে হবে। যদিও তাতে খেলার কোনও সম্ভাবনা ইংল্যান্ডের নেই। তাদের সাফল্যের হার ৩৮.৬ শতাংশ, পয়েন্ট তালিকায় স্টোকসরা রয়েছেন সাতে। তবে ইংল্যান্ডের এই সিরিজ জয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো ভারতের। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সাফল্য়ের হার ৭০ শতাংশ। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে থাকলেও সাফল্যের হার কমে এসে দাঁড়াল ৬০ শতাংশ।

অ্যাডভান্টেজ ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার তিনে রয়েছে শ্রীলঙ্কা, যদিও ক্রীড়াসূচি অনুযায়ী শ্রীলঙ্কাকে টপকাতে ভারতকে তেমন চ্যালেঞ্জের সামনে পড়তেই হবে না। শ্রীলঙ্কার সাফল্যের হার ৫৩.৩৩ শতাংশ, ভারতের ৫২.০৮ শতাংশ। নিউজিল্যান্ড সফরে আগামী মার্চে শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ রয়েছে। যদিও তার আগে ভারত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকাকে যেতে হবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে। ফলে এই সিরিজ এবং ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজই নির্ধারণ করে দিতে পারে ফাইনালে কারা খেলবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে গিয়ে সিরিজ হেরে যাওয়ায় ফাইনালের দৌড়ে রোহিত শর্মার দল অ্যাডভান্টেজ পেল এটা বলাই যায়।

বুমরাহ ও হর্ষলের কামব্যাক, নেই জাদেজা! চাহার-শামিকে ছাড়াই অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে রোহিতের ভারতবুমরাহ ও হর্ষলের কামব্যাক, নেই জাদেজা! চাহার-শামিকে ছাড়াই অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে রোহিতের ভারত

English summary
England Beat South Africa In The Third Test In The Oval And Win The Series By 2-1 Margin. Proteas Are At The Second Spot Of ICC World Test Championship Points Table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X