For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC: ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারে লাভবান ভারত! রাওয়ালপিন্ডি টেস্ট কেন নাম লেখাল ইতিহাসের পাতায়?

  • |
Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে স্বপ্ন দেখছিল পাকিস্তান, তা চূর্ণই হয়ে গেল রাওয়ালপিন্ডিতে। বাবর আজমদের ৭৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। একইসঙ্গে দুই শিবিরেই দেখা দিল চোট সমস্যা। হাঁটুর চোট সিরিজ থেকে ছিটকে দিল ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে। কোয়াড ইনজুরির কারণে মুলতান টেস্টে খেলতে পারবেন না হ্যারিস রউফ, পাকিস্তানের পেসার চলতি সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন।

পরাস্ত পাকিস্তান

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৮০। আজ লাঞ্চে তা গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১৬৯। চা বিরতিতে পাকিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ২৫৭। এরপর স্কোরবোর্ডে ৭ রান যোগ হওয়ার ফাঁকে ৭.২ ওভারে ৪ উইকেট হারায় পাকিস্তান। শেষ অবধি ২৬৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ স্রেফ ৯ রানের মধ্যে পাকিস্তানের শেষ পাঁচটি উইকেট পড়ে। সাউদ শাকিল ৭৬, মহম্মদ রিজওয়ান ৪৬ ও আঘা সলমন ৩০ রান করেন। অলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন চারটি করে উইকেট দখল করেন। বেন স্টোকস ও জ্যাক লিচের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

ঐতিহাসিক জয় ইংল্যান্ডের

ঐতিহাসিক জয় ইংল্যান্ডের

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৫৭ রান তোলার পর পাকিস্তানের প্রথম ইনিংসে ওঠে ৫৭৯ রান। প্রথম তিন দিনে পড়েছিল মাত্র ১৭টি উইকেট। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৪ রান তোলার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ২৬৮ রানে। কোনও টেস্টে সর্বাধিক মোট রান ওঠার নিরিখে রাওয়ালপিন্ডি টেস্ট রইল তিনে। ১৯৩৯ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড টেস্টে উঠেছিল সর্বাধিক ১৯৮১ রান। ১৯৩০ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড টেস্টে মোট ১৮১৫ রান ওঠে। তারপর রইল রাওয়ালপিন্ডি টেস্টে ওঠা ১৭৬৮ রান। এত রান ওঠার পর কোনও টেস্টের ফয়সালা হলো এই প্রথম। স্বাভাবিকভাবেই রাওয়ালপিন্ডি টেস্টের নাম উঠল ইতিহাসের পাতায়। নিষ্প্রাণ উইকেট নিয়ে সমালোচনার ফাঁকেও ইংল্যান্ডের বোলারদের দক্ষতায় টেস্ট ফয়সালা হলো বলে অন্তত কিছুটা মুখরক্ষা হলো পিসিবির।

বাবররা খাদের কিনারায়

বাবররা খাদের কিনারায়

পাকিস্তানের মাটিতে ২৫টি টেস্টের মধ্যে এই নিয়ে তৃতীয় জয় পেল ইংল্যান্ড। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ফাইনালে ওঠার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল বেন স্টোকসের দলের জয়ে। পয়েন্ট তালিকায় পাকিস্তান এখন রয়েছে পাঁচে, সাফল্যের হার ৪৬.৬৭ শতাংশ। দেশের মাটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারালে ফাইনালে ওঠার আশা ছিল বাবরদের। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেই দৌড় থেকে পাকাপাকিভাবে ছিটকে যাবে পাকিস্তান।

লাভবান ভারত

পাকিস্তানের এই পরাজয়ের ফলে সুবিধা হয়ে গেল ভারতের। ভারত যদি বাংলাদেশে দুই টেস্টের সিরিজ জিতে নেয়, তাহলে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারলেও ফাইনালে অজিদের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হারিয়েছে ১৬৪ রানে। পরের টেস্টটিও জিতলে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টে জয়লাভ করলেই ভারত সফরে আসার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলতে পারবে অস্ট্রেলিয়া।

English summary
England Beat Pakistan By 74 Runs In The First Test In Rawalpindi. This Test Becomes Highest-Scoring Test Ever To Produce A Result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X