For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, চোট ছিটকে দিল আবেশকেও

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে অগাস্টের ৪ তারিখ ট্রেন্টব্রিজে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট দিয়ে। আজ প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করার দায়ে বাদ পড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি অলি রবিনসন। যদিও তদন্তের পর খেলার ছাড়পত্র পাওয়া রবিনসনকে রাখা হয়েছে ঘোষিত ১৭ সদস্যের দলে।

শক্তিশালী দল

শক্তিশালী দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা জনি বেয়ারস্টো, জস বাটলার ও সাম কারানও রয়েছেন জো রুটের দলে। এই ক্রিকেটাররা আইপিএল খেলে ফেরায় তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। দলে রয়েছেন বেন স্টোকসও, যিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ইয়ন মর্গ্যান-সহ তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে ওই সিরিজে খেলতে না পারায়। তবে জোফ্রা আর্চার ও ক্রিস ওকস টেস্ট দলে জায়গা পাননি। কনুইয়ের অপারেশনের পর সাসেক্সের হয়ে মাঠে ফিরলেও আর্চার টেস্ট দলে জায়গা করতে পারলেন না। গত বছর অগাস্টে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ক্রিস ওকস। তাঁর গোড়ালির চোট না সারাতেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে ঠাঁই হল না। টেস্ট দলে ফিরেছেন হাসিব হামিদ, যিনি ডারহামে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলছেন।

আত্মবিশ্বাসী সিলভারউড

আত্মবিশ্বাসী সিলভারউড

জোরে বোলারদের মধ্যে রবিনসন ছাড়াও রয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড। ভারতে খেলে যাওয়া ডম বেস ও জ্যাক লিচের স্পিন জুটিতেই আস্থা রেখেছেন কোচ ক্রিস সিলভারউড-সহ নির্বাচকরা। বেন স্টোকস ও সাম কারানের মতো অলরাউন্ডারের দলে থাকা দলের ভারসাম্য নিয়ে খুশি করেছে ইংল্যান্ডের কোচকে। ভারতকে সমীহ করে যিনি উপভোগ্য ও তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে বলেই আশায় রয়েছেন। ইংল্যান্ডের দলে রয়েছেন- জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, সাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।

ছিটকে গেলেন আবেশ

এদিকে, শুভমান গিলের পর ইংল্যান্ড সফর শেষ হয়ে গেল আবেশ খানের। কাউন্টি সিলেক্ট একাদশের দুই ক্রিকেটার না থাকায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গেই ভারতীয় দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা পেসার আবেশ খান ওই দলের হয়ে খেলতে নেমেছিলেন। হনুমা বিহারীর ড্রাইভ রুখতে গিয়ে তিনি বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় তিনি এই প্রস্তুতি ম্যাচে তো বটেই, ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেলেন। এই ম্যাচের আজ দ্বিতীয় দিন। ভারতের প্রথম ইনিংস ৩১১ রানে শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতিতে কাউন্টি সিলেক্ট একাদশের স্কোর ২১ ওভারে ৩ উইকেটে ৪৪। ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া হাসিব হামিদ ২৩ রানে ক্রিজে আছেন। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।

English summary
Ollie Robinson Has Been Recalled As England Announced 17-Member Squad For The First Two Tests Against India. India's Reserve Pacer Avesh Khan Ruled Out Of England Tour Due To Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X