অজি বধের পর এবার ভারতের সামনে মিশন ইংল্যান্ড, বিরাটের বিরুদ্ধে ব্রিটিশদের দল ঘোষণা
ডনের দেশে অজি বধে ইতিহাস তৈরির পর এবার, ভারতের সামনে মিশন ইংল্যান্ড। ইতিমধ্যেই ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজকে মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে।
পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট কোহলি, অন্যদিকে এই সিরিজ দিয়েই কামব্যাক করতে চলেছেন ইশান্ত শর্মা, টেস্টে ফিরছেন হার্দিক পান্ডিয়াও। এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে দুই টেস্টের জন্য দল ঘোষণা করে দিল।

করোনার পরিস্থিতিতে মাথায় রেখে, ১৬ সদস্যের দলের সঙ্গে আরও ৯ জনের রিসার্ভ দল বেছে নিয়েছে ইংল্যান্ড। একনজরে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টে কারা রয়েছেন জেনে নেওয়া যাক।
জো রুট(অধিনায়ক), জোফরা আর্চার, মইন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জোস বাটলার, জ্যাক ক্রলে, বেন ফোকস, ডান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলে, বেন স্টোকস, ওলে স্টোন, ক্রিস ওকস
একনজরে টেস্টের সূচি
ভারত বনাম ইংল্যান্ড, প্রথম টেস্ট ৫-৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি, তৃতীয় টেস্ট ২৪-২৮ ফেব্রুয়ারি, চতুর্থ টেস্ট ৪ থেকে ৮ মার্চ।
প্রসঙ্গত কোভিড সংকটের পর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়েই ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়াতে চলেছে। অস্ট্রেলিয়ার মতো এই সিরিজে ভারত এবার সীমিত সংখ্যক দর্শক রেখে ম্যাচ করার ভাবনায় রয়েছে।