For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাবাডার হ্যাটট্রিকে সান্ত্বনার জয়েও বিশ্বকাপ অভিযান শেষ দক্ষিণ আফ্রিকার, শেষ চারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে সান্ত্বনার জয় দক্ষিণ আফ্রিকার। টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলায় ইংল্যান্ডকে যদি ১৩১ বা তার কমে বেঁধে ফেলতে পারত, তাহলে তেম্বা বাভুমার দল নেট রান রেটে পিছনে ফেলতে পারত অস্ট্রেলিয়াকে। কিন্তু তা না হওয়ায় গ্রুপ অব ডেথ থেকে সেমিফাইনালে ১ নম্বর দল হিসেবে উঠল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া শেষ চারে গেল দ্বিতীয় দল হিসেবে।

সান্ত্বনার জয়েও বিশ্বকাপ অভিযান শেষ দক্ষিণ আফ্রিকার

শেষ ওভারে ইংল্যান্ডের জিততে দরকার ছিল ১৪ রান। কিন্তু কাগিসো রাবাডার হ্যাটট্রিকে গ্রুপ ১ থেকে অপরাজেয় থেকে শেষ চারে যাওয়া হল না ইংল্যান্ডের। প্রথম তিন বলে ফেরেন যথাক্রমে ক্রিস ওকস, ইয়ন মর্গ্যান ও ক্রিস জর্ডন। দক্ষিণ আফ্রিকা ১০ রানে জিতে থামিয়ে দিল ইংল্যান্ডের বিজয়রথ। সেমিফাইনালের আগে ইংল্যান্ডের অস্বস্তি বাড়াল ফর্মে থাকা ওপেনার জেসন রয়ের পায়ের চোট। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে পায়ে চোট লাগায় যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছেড়েছিলেন। এদিন ম্যাচের শেষে তাঁকে দেখা গিয়েছে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে। ফলে তাঁকে ছাড়াই টি ২০ বিশ্বকাপের বাকি অভিযান সারতে হবে ইয়ন মর্গ্যানদের।

আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ইয়ন মর্গ্যান। ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে প্রোটিয়ারা। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৬০ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা রাসি ভ্যান ডার ডুসেন। এইডেন মার্করাম ২৫ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তাঁরা ৫২ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। কুইন্টন ডি কক আউট হন ৩৪ রানে। মঈন আলি ও আদিল রশিদ একটি করে উইকেট পান। জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। জেসন রয় চারটি চারের সাহায্যে ১৫ বলে ২০ রান করে মাঠ ছেড়েছিলেন। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৮০। মঈন আলি ও ডেভিড মালান তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান যোগ করেন। ১২.২ ওভারে ২৭ বলে ৩৭ করে শামসির দ্বিতীয় শিকার হন মঈন। ইংল্যান্ড ৮৭ রান করাতেই ঠিক হয়ে গিয়েছিল এই গ্রুপ থেকে ১ নম্বর দল হিসেবেই মর্গ্যানরা শেষ চারে উঠবেন।

অন্য দলটি কে হবে তা ঠিক করে দেয় লিয়াম লিভিংস্টোনের ছক্কা। ১৬তম ওভারে কাগিসো রাবাডাকে পরপর তিনটি ছক্কা মারেন লিভিংস্টোন। প্রথমটি ১১২ মিটার দূরত্বে যায়, এটি চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ছক্কা। এদিনই ১১১ মিটারের ছক্কা হাঁকিয়েছিল রাসেল। লিভিংস্টোন সেই নজির ভাঙেন। ওভারের দ্বিতীয় ছক্কাতেই ১৩১ থেকে ১৩৭-এ পৌঁছে যায় ইংল্যান্ড। তাতেই দক্ষিণ আফ্রিকা টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যায়। জস বাটলার ২৬, মঈন আলি ৩৭, মালান ৩৩, লিভিংস্টোন ২৮, মর্গ্যান ১৭ রান করেন। রাবাডা তিন উইকেট পেলেও ৪ ওভারে ৪৮ রান দেন। তাবরেজ শামসি নিলেন ২টি উইকেট। ডোয়েইন প্রিটোরিয়াসের ঝুলিতেও গিয়েছে দুটি উইকেট। এনরিখ নরকিয়া পেয়েছেন একটি উইকেট।

১০ তারিখ বিশ্বকাপ সেমিফাইনাল। কাল জেসন রয়ের চোট পরীক্ষা করা হবে। তবে মনে করা হচ্ছে, তিনি খেলতে পারবেন না। চোট সমস্যা কাটিয়ে ইংল্যান্ড কাপ জিততে পারে কিনা তা বলবে সময়।

English summary
South Africa Beat England In Their Last Match Of Super 12 But Temba Bavuma's Side Out Of T20 WC. England And Australia Have Reached T20 WC Semi Finals From Group 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X