For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে ক্যানসার আক্রান্ত বাবাকে হারালেন ইংল্যান্ড অল-রাউন্ডার

করোনাকালে ক্যানসার আক্রান্ত বাবাকে হারালেন ইংল্যান্ড অল-রাউন্ডার

  • |
Google Oneindia Bengali News

অতিমারী পরিস্থিতিতে ব্রেন ক্যানসারে আক্রান্ত বাবাকে হারালেন ইংল্যান্ড ক্রিকেট দলের অল-রাউন্ডার বেন স্টোকস। মঙ্গলবার নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেড স্টোকস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।

করোনাকালে ক্যানসার আক্রান্ত বাবাকে হারালেন ইংল্যান্ড অল-রাউন্ডার

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই দলের সদস্য হিসেবে কুইন্টন ডি ককদের দেশেই ছিলেন বেন স্টোকস। সেখানেই বাবা জেড স্টোকসের মৃত্যুর খবর পান বেন। সঙ্গে সঙ্গে সফর ছেড়ে নিউজিল্যান্ডে ফেরার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অল-রাউন্ডার। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন স্টোকস।

বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। ক্রিকেটে হাতেখড়িও সেদেশে। এরপর কর্মসূত্রে স্টোকস পরিবার ইংল্যান্ডে চলে এলে সেখানেই থিতু হয়ে যান বেন। ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে নেন তিনি। যদিও তাঁর বাবা তথা প্রাক্তন রাগবি খেলোয়াড় তথা কোচ কর্মজীবন শেষে নিউজিল্যান্ডেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন। তার আগে জনপ্রিয় রাগবি লিগের অন্যতম দল ওয়াকিংটন টাউনের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। জেড স্টোকসের প্রয়াণে ওই দলের তরফে শোক প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে ব্রেন ক্যানসারে আক্রান্ত বাবাকে দেখতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন বেন। আইপিএল ২০২০-এর হাত ধরে ফের ক্রিকেটে ফিরেছিলেন ইংল্যান্ডের অল-রাউন্ডার। তবে এবারের ধাক্কাটা তাঁর কাছে অনেক বড়।

English summary
England all rounder Ben Stokes lost his father who had brain cancer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X