১৪০ কেজি ওজনের স্থূল ক্রিকেটারের চোখ ধাঁধানো অসাধারণ ক্যাচ! ভিডিও মুহূর্তেই ভাইরাল
পেশাদার ক্রিকেটে শরীরের ওজন শুধুই সংখ্যামাত্র। ওজেন বেশি হলে মাঠে দারুণ ফিল্ডিং করা যায় না! ক্রিকেটে এমন ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। স্থূল ক্রিকেটাররা কিন্তু সেই ধারণা অতীতে ভেঙে দিয়েছেন। ফের একবার সেই ধারণা ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রাহকিম কর্ণওয়েল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে ছাড়া খবর রাখেন তারা রাহকিম কর্ণওয়েল নামের সঙ্গে পরিচিত। ৬ ফুটের বেশি উচ্চতার এই ক্রিকেটারের ১৪০ কেজি উপর ওজন। স্পিনার হিসেবে দেশের হয়ে কয়েকটি টেস্ট খেলেছেন। উঠতি ক্রিকেটার হিসেবে মেন ইন মেরুনে নিজের ছাপ ফেলার চেষ্টা করছেন। স্থূল ক্রিকেটার হিসেবে এই রাহকিমের বিশ্বজুড়ে সুনাম রয়েছে। ক্যারিবিয়ান এই ক্রিকেটার আবার, টেস্ট খেলা বর্তমান ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে স্থূল ক্রিকেটার। শরীরের ওজন যে বাধা হয়ে দাঁড়ায় না, এবার স্লিপে দারুণ ক্যাচ নিয়ে দেখিয়ে দিয়েছেন রাহকিম।
ম্যাঞ্চেস্টারে এই মুহূর্তে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্ট চলছে। সেই টেস্টে স্লিপে দাঁড়িয়ে ১৪০ কেজি ওজনের ক্রিকেটার রাহকিম কর্ণওয়েল, ইংল্যান্ড ওপেনার রোরি বার্নসকে দারুণ একটি ক্যাচে আউট করে প্যাভিলিয়ন পাঠিয়েছেন। সাধারণত অধিনায়করা দলের অন্যতম সেরা ফিট ক্রিকেটারকে স্লিপে দাঁড় করান। দুরন্ত রিফ্লেক্সে ক্যাচ নেওয়ায় ফিট ক্রিকেটাররা শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ নিতে পারেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">WICKET! 💥<br><br>Great grab from Cornwall at slip after Burns (57) cuts Chase towards him - England 122-4 🏴🏝️<a href="https://twitter.com/hashtag/RedForRuth?src=hash&ref_src=twsrc%5Etfw">#RedForRuth</a><a href="https://twitter.com/hashtag/raisethebat?src=hash&ref_src=twsrc%5Etfw">#raisethebat</a> #️⃣<br><br>📺 Watch live 👉 <a href="https://t.co/61YVS1UCjl">https://t.co/61YVS1UCjl</a><br>📰 Blog 👉 <a href="https://t.co/n23iPtF0m1">https://t.co/n23iPtF0m1</a> <a href="https://t.co/ecRmXEls19">pic.twitter.com/ecRmXEls19</a></p>— Sky Sports Cricket (@SkyCricket) <a href="https://twitter.com/SkyCricket/status/1286667408942432258?ref_src=twsrc%5Etfw">July 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার অবশ্য রাহকিমের উপর আস্থা রাখেন। আর সেই আস্থার মর্জাদা দিয়েছেন রাহকিম। তৃতীয় টেস্টের প্রথম দিন, ক্রিকেটপ্রেমীদের অবাক করে দেওয়া ক্যাচ নিয়েছেন। শরীরের ওজনের জন্য তাঁকে নিয়ে যারা প্রশ্ন করে, দুরন্ত ক্যাচে তাঁদের চুপ করিয়ে দিয়েছেন রাহকিম। স্লিপে দাঁড়িয়ে তাঁর এক হাতের দুরন্ত ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বাইশ গজের সব স্পটলাইট এখন রাহকিমের উপর এসে পড়েছে।