For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় এবার ব্যবহার হবে বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঠ

করোনা মোকাবিলায় এবার বিশ্বকাপ ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঠ

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সংকট। করোনা আক্রান্ত বিশ্বের প্রতিটি দেশই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা ও আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে অসম লড়াই চালাচ্ছে। এই দুঃসময়ে ইংল্যান্ডের অভিজাত ক্রিকেট স্টেডিয়াম এজবাস্টনকে কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র হিসেবে তুলে দেওয়া হল।

করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব শুক্রবার টুইটারে এই খবর জানিয়েছে। টুইটে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডকে করোনা মোকাবিলার জন্যে সরকারের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়।

ক্লাবের ওয়েবসাইটে যা জানানো হল

ক্লাবের ওয়েবসাইটে যা জানানো হল

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ওয়েবসাইটে লেখা হয়েছে, স্টেডিয়ামের অন-সাইট কার পার্ক অঞ্চলটি কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। বার্মিংহ্যাম ও সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের করোনা পরীক্ষার কাজেকেন্দ্রটি ব্যবহৃত হবে । সেই সঙ্গে বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে করোনা মোকাবিলার জন্য ক্লাব তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনা করা হয়। নাগরিকদের কাজে স্টেডিয়াম এখন থেকে তুলে দেওয়া হয়েছে।

এই মাঠে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ

এই মাঠে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ

বার্মিংহ্যামের এই মাঠে ২০১৯ পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ভারত-ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচটি হয়েছিল। দুর্দান্ত লড়লে ভারত সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে ম্যাচ হারে।

 করোনা মোকাবিলায় লর্ডস গ্রাউন্ডও খুলে দেওয়া হয়েছে

করোনা মোকাবিলায় লর্ডস গ্রাউন্ডও খুলে দেওয়া হয়েছে

চলতি সপ্তাহে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। বিশ্ববাসী এখন উদ্বেগের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যে অভিজাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব লর্ডস গ্রাউন্ডের পার্কিং ও স্টোরেজ এরিয়া করোনা মোকাবিলার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

English summary
Edgbaston Cricket Ground will uses for Coronavirus Covid 19 test center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X