For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামি-অশ্বিনের দাপটে ২৮৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস

এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ২৮৭ রান তুলল ইংল্যান্ড।

Google Oneindia Bengali News

ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২৮৭ রানেই শেষ হয়ে গেল এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই টেস্ট। প্রথম দল হিসেবে এটাই ইংল্যান্ডের ১০০০তম টেস্ট। কিন্তু এই ঐতিহাসিক টেস্টের শুরুটা ভাল হল না ব্রিটিশ বাহিনীর।

সামি-অশ্বিনের দাপটে ২৮৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস

৮৯.৪ ওভারে ২৮৭ রানেল গুটিয়ে গেল ইংল্যান্ড। প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৮৮ ওভারে ২৮৫/৯। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার দু'ওভারের মধ্যেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় দিনে মাত্র দু'রান যোগ করে ইংল্যান্ড।
রবিচন্দ্রন অশ্বিনের প্রথম ওভার কোনও মতে সামলে দিলেও পরবর্তী ওভারে মহম্মদ সামির পেসের সামনে নাস্তানাবুদ হতে হয় তরুণ ব্যাটসম্যান স্যাম কুরানকে। সামির বলে উইকেটের পিছনে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কুরান।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক জো রুট(৮০) এবং ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়াস্ট্রো(৭০)।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি উইকেট নেন মহম্মদ সামি। অশ্বিন চারটি উইকেট পেলেও, সামির কাজটা ছিল অনেকটাই কঠিন। মাঠের বাইরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সামির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে বিসিসিআই কোনও দুর্নীতির সঙ্গে সামির জড়িত থাকার কোনও প্রমাণ পায়নি। তবুও মাঠের বাইরে সামাজিক জীবনে একের পর এক খোঁচা হজম করে চলেছেন সামি।

এই পরিস্থিতিতে ফোকাস ঠিক রেখে সঠিক লাইন এবং লেন্থে বল করে এবং লাগাতার একই গতিতে বল করে, বল হাতে ভারতের হয়ে যে অবদান সামি রেখেছেন তা অনবদ্য।

English summary
England manage to put only 287 runs on the board against India in the first innings of Edgbaston Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X