For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের লিগ স্তরেই অভিযান শেষ ইস্টবেঙ্গলের, শেষ চারে মোহনবাগান

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের লিগ স্তরেই অভিযান শেষ ইস্টবেঙ্গলের, শেষ চারে মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

ললাটের লিখন হয়ে গিয়েছিল আগেই। টাউন ক্লাবের কাছে হেরে আনুষ্ঠানিক ভাবে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালঞ্জের বাইরে চলে গেল ইস্টবেঙ্গল। ফলে ক্রিকেট এবং ফুটবল মিলিয়ে লাল-হলুদের সময়টা যে ভাল যাচ্ছে না, তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে পরপর জয় হাসিল করে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গিয়েছে মোহনবাগান।

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের লিগ স্তরেই অভিযান শেষ ইস্টবেঙ্গলের, শেষ চারে মোহনবাগান

সোমবার ইডেন গার্ডেন্সে টাউন ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল টাউন ক্লাব। ৩৫ বলে ৩২ রান করেন পূরব যোশী। ২০ বলে ২৬ রান করন পঙ্কজ শ। ইস্টবেঙ্গলের হয়ে ৩ উইকেট নেন কনিষ্ক শেঠ। ২ উইকেট নেন অর্নব নন্দী।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। পরাজিত দল ব্যাটিং ব্যর্থতার মুখে পড়লেও ২৭ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেলেন অর্নব নন্দী। যদিও দলের ভরাডুবি আটকাতে পারেননি অধিনায়ক। টাউন ক্লাবের হয়ে ৪ উইকেট নেন আজিজ আনসারি। ৩ উইকেট নেন মহম্মদ কাইফ। দিনের অন্য ম্যাচে কলকাতা কাস্টমসকে হারায় তপন মেমোরিয়াল ক্লাব।

এক নজরে পয়েন্ট তালিকা
১) ১০ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে তপন মেমোরিয়াল ক্লাব। প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

২) ১০ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে এক ধাপ পিছিয়ে রয়েছে টাউন ক্লাব। প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে তারাও।

৩) ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা মোহনবাগান প্লে-অফে পৌঁছেছে।

৪) ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকা মোহনবাগান প্লে-অফে পৌঁছেছে।

৫) ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইস্টবঙ্গলকে।

৬) ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্টে এসে দাঁড়িয়েছে কলকাতা কাস্টমস।

English summary
East Bengal is not qualify for the knock out of Bengal T20 Challenge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X