For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

East Bengal: লাল-হলুদে ফিরতে পারেন ভারতীয় ফুটবলের 'স্পাইডারম্যান'

East Bengal: লাল-হলুদে ফিরতে পারেন ভারতীয় ফুটবলের 'স্পাইডারম্যান'

Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ভারতীয় ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক সুব্রত পাল। দীর্ঘ দিন ধরে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলা সুব্রতকে আগামী মরসুমে দেখা যেতে পারে লাল-হলুদের জার্সিতে। সূত্রের খবর, ৩৫ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে মৌখিক কথাবার্তা সেরে রেখেছে লাল-হলুদ। ফলে আগামী দিনে লেসলি ক্লডিয়াস সরণি'তে সুব্রতর আগমন ঘটলে তা অবাক করার মতো বিষয় হবে না।

East Bengal: লাল-হলুদে ফিরতে পারেন ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান

এই প্রথম নয়, এর আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন সুব্রত পাল। ২০০৪ সালে মোহনবাগানের জার্সিতে পেশাদার ফুটবলে পথ চলা শুরু করেন তিনি। ২০০৭ পর্যন্ত সবুজ-মেরুনে খেলার পর দল পরিবর্তন করেন তিনি। সুব্রত পালকে সই করায় ইস্টবেঙ্গল। দুই মরসুম অর্থৎ ২০০৯ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলার পর তিনি যোগ দেন পুনে এফসি'তে। ২০১৪ সালে তিনি সই করেন মুম্বই সিটি এফসি'র হয়ে। ২০১৫ সালে সালগাওকারে তিনি লোনে যান।

মুম্বইয়ের পক নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেন সুব্রত পাল। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন জামশেদপুর এফসিতে। ২০২০ সালে তাঁর সঙ্গে চুক্তি করে হায়দরাবাদ এফসি কিন্তু বেশি দিন ক্লাবের হয়ে তাঁকে খেলায়নি গত বারের চ্যাম্পিয়ন দল। ২০২১ সালে লোনে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন তিনি। ২০২২ সালে নিজামের শহরের দল তাঁকে লোনে ছাড়ে এটিকে মোহনবাগানে। ভারতের জার্সিতে ৬৭ ম্যাচে প্রতিনিধিত্ব করা সোদপুরের মিষ্টু জিতেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, নেহরু কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ।

চলতি বছর ৩১ মে হায়দরাবাদ এফসি'র সঙ্গে সুব্রত পালের চুক্তি শেষ হয়েছে। ফলে বর্তমানে ফ্রি-এজেন্ট তিনি। তবে, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আবার লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন কি না, তা জানতে এখনও দুই সপ্তাহ সময় লাগবে। অপর দিকে, নতুন কোম্পানি গঠন, চুক্তি সই, দল গঠন, কোচ নির্বাচন এবং মাঠে নেমে বোঝাপড়া তৈরি এই সমস্ত প্রক্রিয়া মেটাটে এখনও তিন সপ্তাহ বা তারও বেশি সময় লাগলেও ইস্টবেঙ্গল বদ্ পরিকর কলকাতা লিগে খেলার বিষয়ে।

লাল-হলুদের পক্ষ থেকে অনির্বাণ দত্তের নেতৃত্বাধীন আইএফএ-কে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে শতাব্দীপ্রাচীন এই ক্লাব খেলবে কলকাতা লিগে। শতবর্ষ পেরনো ইস্টবেঙ্গলের সবুজ সংকেত আইএফএকে লিগকে জাঁকজমক ভাবে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে।

২০২২-২৩ মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিল মহমেডান, প্রথম দিনই ধরা পড়ল চেনা ছবি২০২২-২৩ মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিল মহমেডান, প্রথম দিনই ধরা পড়ল চেনা ছবি

English summary
East Bengal has initial talk with Subrata Pal and can be seen new new season. Subrata Pal has played his trade in clubs like Mohun Bagan, Mumbai City FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X