For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য নজির ব্র্যাভোর

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য নজির ব্র্যাভোর

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন ডোয়েন ব্র্যাভো। ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে সেন্ট লুসিয়া স্টারসের বিরুদ্ধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় এই অনন্য নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার। এক ঝলকে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

৫০০টি টি-টোয়েন্টি উইকেট

৫০০টি টি-টোয়েন্টি উইকেট

ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের বিরুদ্ধে বল হাতে জ্বলে ওঠেন ডোয়েন ব্র্যাভো। সেন্ট লুসিয়ার ওপেনার রাকিম কর্নওয়ালকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কেরিয়ারের ৪৫৯তম টি-টোয়েন্টি ম্যাচে এই নজির গড়েছেন ডিজে।

অবসর ভেঙে ফিরে আসা

অবসর ভেঙে ফিরে আসা

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ান ডে ও ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ২২০০, ২৯৬৮ ও ১১৪২ রান করার পাশাপাশি ৮৬, ১৯৯ ও ৫২টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেবল টি-টোয়েন্টি ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেন ডিজে। চলতি বছর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ডিজে।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

তালিকায় ডোয়েন ব্রাভোর পরেই রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ২৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৩৯০টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে থাকা সুনীল নারিন কেরিয়ারে ৩৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৩টি উইকেট নিয়েছেন।

আইপিএল তালিকার কোথায় ব্র্যাভো

আইপিএল তালিকার কোথায় ব্র্যাভো

আইপিএলে ১৩৪টি ম্যাচ খেলে ১৪৭টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট নেওয়া শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন। ১৫৭, ১৫০ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন যথাক্রমে অমিত মিশ্র, হরভজন সিং ও পীয়ূষ চাওলা।

English summary
Dwayne Bravo is the first cricketer to take 500 wickets in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X