For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Pakistan: হার্দিকের ম্যাচ উইনিং ছয় দেখে বাক্য হারালেন কার্তিক, নিজে চোখেই দেখুন সেই ভিডিও

হার্দিকের ম্যাচ উইনিং ছয় দেখে বাক্য হারালেন কার্তিক, নিজে চোখেই দেখুন সেই ভিডিও

Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। যদিও এই সহজ ম্যাচকেই কঠিন করে ফেলেছিল ভারত। ১৪৮ রান তাড়া করতে নেমে অকারণেই নিজেরে কাজটা কঠিন করে ফেলেছিল ভারত। তবে, হার্দিক পান্ডিয়ার অনবদ্য ক্যামিও শেষ পর্যন্ত ভারতের ইনিংসকে লক্ষ্যে পৌঁছে দেয়।

অকারণেই নিজেদের উপর চাপ সৃষ্টি করে ভারত:

অকারণেই নিজেদের উপর চাপ সৃষ্টি করে ভারত:

পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের উপর নিজেরাই চাপ সৃষ্টি করে ভারত। দ্বিতীয় বলেই ০ রানে কে এল রাহুলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দলকে ভরসা দিতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও। ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। বিরাট কোহলি কিছুটা রান পেলেও তিনিও শেষ পর্যন্ত ক্রিকেটের মহারণে ক্রিজে টিকে থেকে দলকে জেতাতে ব্যর্থ হন। ৩৫ রানে আউট হন বিরাট। সূর্যকুমার যাদব ১৮ রানে গুরুত্বপূর্ণ সময়ে প্যাভিলিয়নে ফেরেন। পরের পর উইকেট অল্প সময়ের ব্যবধানে হারানোর ফলে চাপে পড়ে ভারত।

ত্রাতা হয়ে দাঁড়ান হার্দিক পান্ডিয়া:

ত্রাতা হয়ে দাঁড়ান হার্দিক পান্ডিয়া:

অকারণে চাপে পড়ে যাওয়া ভারতীয় ইনিংসকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেন ফিনিশার হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কাঙ্খিত জয় এনে দেন হার্দিক। দুইটি চার এবং দুইটি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। ঠিক এমএস ধোনি স্টাইলে ছয় মেরে দলকে জেতান হার্দিক। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৩৫ রানের ধৈর্য্যশালী ইনিংস খেলে এক দিক থেকে উইকেটের পতন রোধ করেন জাডেজা। যদিও নিজে শেষ ওভারে আউট হয়ে যান।

হার্দিককেকুর্নিশ দীনেশের:

রাজকীয় ভাবে শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানোর পর মাথা ঝুঁকিয়ে ঠিক 'টেক আ বো'-এর মতো রিয়েকশ্যান দেন দীনেশ কার্তিক। সত্যিই যে ভাবে এই ইনিংসটি খেলে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দেন দীনেশ তা এক কথায় অনবদ্য।

পাকিস্তানের ১৪৭:

পাকিস্তানের ১৪৭:

টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ১৯.৫ ওভারে ১৪৭ রানে শেষ হয়ে যা পাকিস্তানের ইনিংস। মহম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন। বাবর আজম করেন ১০ রান। ইফতিকার আহমেদ করেন ২৮ রান। ভারতের হয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

English summary
Dinesh Karthik's epic reaction after Hardik Pandya hits match winning six against Pakistan in Asia Cup 2022. He played an unbeaten knock of 35 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X