For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলে গত টি ২০ বিশ্বকাপের ৯ ক্রিকেটার! কার্তিক-সহ নতুন কারা এলেন?

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় আগামী মাসেই শুরু টি ২০ বিশ্বকাপ। আজ বিকেলে ভারতের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। গত বছর টি ২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি, এবার দেবেন রোহিত শর্মা। আগের টি ২০ বিশ্বকাপে রোহিত ছিলেন সহ অধিনায়ক। এবারের দলে সহ অধিনায়ক লোকেশ রাহুল। গত টি ২০ বিশ্বকাপের দলে থাকা ৯ জন ক্রিকেটার এবারের দলে রয়েছেন।

কোন ৯ ক্রিকেটার?

কোন ৯ ক্রিকেটার?

গত বছরের টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকা যে তারকারা এবারের দলেও রয়েছেন তাঁরা হলেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋভভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

কারা এলেন, কারা বাদ?

কারা এলেন, কারা বাদ?

গত বছরের টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন অথচ এবারের বিশ্বকাপ দলে নেই এমন ক্রিকেটাররা হলেন ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী ও মহম্মদ শামি। গতবারের দলে ছিলেন না, এবারের এবারের টি ২০ বিশ্বকাপের দলে রয়েছেন এমন ক্রিকেটাররা হলেন দীপক হুডা, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।

এবারের বিশ্বকাপের দল

এবারের বিশ্বকাপের দল

এবারের ভারতের টি ২০ বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং। স্ট্যান্ডবাই- মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

গত টি ২০ বিশ্বকাপে কারা ছিলেন?

গত টি ২০ বিশ্বকাপে কারা ছিলেন?

গত বছর ভারতের টি ২০ বিশ্বকাপ দল ছিল এরকম- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। স্ট্যান্ডবাই- শ্রেয়স আইয়ার, দীপক চাহার ও অক্ষর প্যাটেল। আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেদ ও কৃষ্ণাপ্পা গৌতমকে রাখা হয়েছিল দলের অনুশীলনে সহায়তা করার জন্য।

কার্তিকের স্বপ্নপূরণ

দীনেশ কার্তিক এদিনের দল ঘোষণার পর টুইটে লিখেছেন, তাঁর স্বপ্নপূরণ হলো। কার্তিক বিগত কয়েক মাস ধরেই দাবি করে আসছিলেন যে তাঁর লক্ষ্য টি ২০ বিশ্বকাপ দলে থাকা এবং দেশকে খেতাব জেতানো। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৯ সালের পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন কার্তিক। তাঁকে ফিনিশারের ভূমিকায় দল চাইছে। ঈশান কিষাণের বিকল্প হিসেবে এবারের বিশ্বকাপের দলে রয়েছেন ডিকে। রবীন্দ্র জাদেজা চোটের কারণে ছিটকে গিয়েছেন টি ২০ বিশ্বকাপ থেকে। তাঁর পরিবর্ত হিসেবে ভাবা হয়েছে দীপক হুডাকে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসার বেশি লাগবে। বরুণ চক্রবর্তী ও রাহুল চাহারের জায়গায় তাই নেওয়া হয়েছে যুজবেন্দ্র চাহাল ও হর্ষল প্যাটেলকে। এবারের আইপিএলে চাহাল যেখানে ২৭ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন, সেখানে চাহার পান ১৪টি উইকেট। মহম্মদ শামির জায়গায় অর্শদীপ সিংয়ের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। আইপিএল ও ভারতীয় দলের হয়ে ডেথ ওভারে বল হাতে ভরসা দিচ্ছেন অর্শদীপ। তবুও কিছু ক্ষেত্রে দল গঠন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এশিয়া কাপের ব্যর্থতার পর টি ২০ বিশ্বকাপে ভারতের সাফল্য থামিয়ে দিতে পারে সমস্ত আলোচনা।

সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত, বাংলাদেশকে হারাল ২-১ গোলেসাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত, বাংলাদেশকে হারাল ২-১ গোলে

English summary
Dinesh Karthik Has Tweetd Dreams Do Come True After Being Included In Indian Squad For T20 World Cup 2022. 9 Cricketers From The Current Squad Were In T20 WC Team In 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X