For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে ইতিহাস গড়ল রোহিতের ভারত, করুণারত্নের শতরানেও বাঁচল না জোড়া হোয়াইটওয়াশ

Google Oneindia Bengali News

দিমুথ করুণারত্নের শতরানেও বেঙ্গালুরু টেস্টে ভারতের বিরুদ্ধে পরাজয় ও সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারল না শ্রীলঙ্কা। রোহিত শর্মার ভারত টানা ৫টি সিরিজই জিতল সব কটি ম্যাচ জিতে। আজ দিন-রাতের টেস্টের তৃতীয় দিনের ডিনারের আগেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ ২০৮ রানে। চার উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচে আট উইকেট জসপ্রীত বুমরাহর।

বেঙ্গালুরুতে ইতিহাস গড়ল রোহিতের ভারত, করুণারত্নের শতরানেও বাঁচল না জোড়া হোয়াইটওয়াশ

শ্রীলঙ্কার সামনে বেঙ্গালুরু টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য ৪৪৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত। যেখানে পৌঁছানো ছিল অসম্ভব। ১ উইকেটে ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম সেশনে চা বিরতিতে ভারতের জেতার জন্য দরকার ছিল ৬ উইকেট। যা তুলে নিতে দ্বিতীয় সেশনের পুরোটাও লাগল না। ৫৯.৩ ওভারে ২০৮ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৭৪ বলে ১০৭ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। কুশল মেন্ডিসের ৫৪ ও নিরোশন ডিকওয়েলার ১২ রান ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।

রবিচন্দ্রন অশ্বিন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিলেন। ১৯.৩ ওভারে ৩টি মেডেন-সহ ৫৫ রানের বিনিময়ে। জসপ্রীত বুমরাহ ২৩ রান দিয়ে তিনটি ও অক্ষর প্যাটেল ৩৭ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে গিয়েছে ১টি উইকেট। বিশ্ব ফার্নান্দোকে আউট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বোলার হিসেবে শততম উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন। টেস্টে শেষ উইকেটটি তুলে ম্যাচ জেতালেন অশ্বিন এই নিয়ে ২২ বার, ছুঁলেন শেন ওয়ার্নের নজির। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার। সিরিজ সেরার পুরস্কারটি পেয়েছেন ঋষভ পন্থ।

এই নিয়ে দেশের মাটিতে তিনটি দিন-রাতের টেস্টে তিনটিতেই জিতল ভারত। ২০১৯ সালে কলকাতা, গত বছর আমেদাবাদের পর আজ বেঙ্গালুরুতে। কলকাতা ও বেঙ্গালুরু টেস্ট গড়াল তিন দিনে, আমেদাবাদে জয় এসেছিল ২ দিনেই। বিদেশের মাটিতে একমাত্র গোলাপি বলের টেস্টে ভারত অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয়েছিল অ্যাডিলেডে ২০২০ সালে। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর রোহিত শর্মার নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এরপর চলতি বছর ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে সব কটি ম্যাচেই জিতেছিল ভারত। শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করল ভারত। পরপর দুটি দেশের বিরুদ্ধে টানা চারটি সিরিজ এভাবে হোয়াইটওয়াশ নিশ্চিত করে এর আগে কোনও ভারতীয় দল জয়লাভ করেনি। ফলে রোহিত শর্মার ভারত এই নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল বাগিচা শহরে।

English summary
Dimuth Karunaratne's Hundred Not Enough For SL To Avoid Series Whitewash Against India. Rohit Sharma-Led India Have Won All The 5 Series By Winning All The Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X