For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ মাস পর ক্রিকেটে ফিরছেন ধোনি, নামটা মাহি বলেই চল্লিশেও তাঁর আইপিএল খেলা সম্ভব মনে করেন সতীর্থ

১৪ মাস পর ক্রিকেটে ফিরছেন ধোনি, নামটা মাহি বলেই চল্লিশেও তাঁর আইপিএল খেলা সম্ভব মনে করেন সতীর্থ

  • |
Google Oneindia Bengali News

নামটা ধোনি বলেই, চল্লিশেও তাঁর আইপিএল খেলা সম্ভব। আমিরশাহীতে ১৩তম আইপিএল শুরুর আগে ধোনিকে মাঠে ফেরা নিয়ে আলোচনা যখন তুঙ্গে কখন সতীর্থ ও সিএসকে দলের অধিনায়ককে নিয়ে এমনটাই বললেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন।

গত এক বছর ধরে ক্রিকেটের বাইরে ধোনি

গত এক বছর ধরে ক্রিকেটের বাইরে ধোনি

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেটার ধোনি। গত জুলাইয়ে দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। তাঁর রান আউটে ম্যাচের রঙ পাল্টে গিয়েছিল। সেই সেমিফাইনাল ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি ধোনি। পেশাদার ক্রিকেটে মাহিকে আর বাইশ গজে নামতে দেখা যায়নি।

১৪ মাস পর ক্রিকেটে ফিরছেন ধোনি

১৪ মাস পর ক্রিকেটে ফিরছেন ধোনি

স্পেটেম্বরে আমিরশাহী আইপিএল দিয়ে প্রায় ১৪ মাস পর বাইশ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন মাহি। ভারতীয় ক্রিকেট মহলে এখন তাই সবচেয়ে আলোচিত নাম ধোনি।

ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসে সিইও কী জানালেন

ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসে সিইও কী জানালেন

ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, 'সামনের বছরও চেন্নাইয়ে হয়ে নামবেন ধোনি। ২০২২ সালেও তাঁকে চেন্নাই জার্সিতে ফ্যানেরা খেলতে দেখবেন। ধোনি এবছর ও সামনের বছর দুই আইপিএলেই থাকবেন। '

কবে থেকে ক্যাম্প শুরু করছে চেন্নাই

কবে থেকে ক্যাম্প শুরু করছে চেন্নাই

আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাওয়ার আগে ১৬ অগাস্ট থেকে চেন্নাইয়ে শিবির করতে চলেছে চেন্নাই সুপার কিংস। মূলত ধোনির পরামর্শেই দেশীয় ক্রিকেটাররা করোনা পরীক্ষায় পাশ করার পর সিএসকের ছয় দিনের ক্যাম্পে যোগ দেবেন। ইতিমধ্যে ধোনি রাঁচিতে ব্যক্তিগত ট্রেনিং শুরু করে দিয়েছেন। ইন্ডারে গিয়ে ব্যাট করেছেন মাহি।

৪০ এ ও অনায়াসে ক্রিকেট খেলতে পারবেন ধোনি

৪০ এ ও অনায়াসে ক্রিকেট খেলতে পারবেন ধোনি

আমিরশাহীতে চেন্নাই শিবিরে যোগ দেওয়া আগে মাহিকে নিয়ে সিএসকে দলের সতীর্থ শেন ওয়াটসন বড় মন্তব্য করলেন। ধোনির যা ফিটনেস তাতে তিনি ৪০ বছরেও অনায়াসে ক্রিকেট খেলে যেতে পারবেন বলে ওয়াটসন মনে করেন। প্রসঙ্গত এবছর জুলাইয়ে ৩৯ বছরে পা দিয়েছেন মাহি।

English summary
Dhoni will play till IPL 2022,says CSK CEO, Mahi can play into his 40s says Shane Watson 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X