For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ধোনি অবসর নেবেন তিনি জানতেন, ফাঁস করলেন সতীর্থ

স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ধোনি অবসর নেবেন তিনি জানতেন, ফাঁস করলেন সতীর্থ

  • |
Google Oneindia Bengali News

ছোট্ট একটা ইনস্টাগ্রাম পোস্ট। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায়। ফ্যানেদের অবাক করে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে এভাবেই দেশের হয়ে বুটজোড়া তুলে রেখেছেন ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনির অবসরের মাহেন্দ্রক্ষণ জানতেন ইনি

ধোনির অবসরের মাহেন্দ্রক্ষণ জানতেন ইনি

গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা স্বাধীনতা দিবসের দিন ধোনি অবসর নেবেন, তা ঘুণাক্ষরেও জানতেন না। কিন্তু জানতেন এক বন্ধু।

কে সেই বন্ধু

কে সেই বন্ধু

ধোনির সেই বন্ধু আর কেউ নয়, সুরেশ রায়না। যিনি নিজে ধোনির অবসর ঘোষণার কিছু সময়ের ব্যবধানই অবসর ঘোষণা করে দেন। ভারতের ক্রিকেট ইতিহাসে বোধহয় এমনটা কখনও হয়নি।

সিদ্ধান্তের পুরোটাই ছিল পরিকল্পনামাফিক

সিদ্ধান্তের পুরোটাই ছিল পরিকল্পনামাফিক

এই সিদ্ধান্তের পুরোটাই ছিল পরিকল্পনামাফিক! এমনটাই এবার জানালেন সুরেশ রায়না।আইপিএলের জন্য এখন চেন্নাইয়ে ট্রেনিং ক্যাম্পে একসঙ্গেই রয়েছেন ধোনি-রায়না।

ধোনির অবসর নিয়ে রায়নার প্রতিক্রিয়া

ধোনির অবসর নিয়ে রায়নার প্রতিক্রিয়া

মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় রায়না জানিয়েছেন, ' আমরা নিজেরা মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ১৫ অগাস্ট আমরা অবসর নেব।'

স্বাধীনতা দিবসে অবসরের কারণে কী

স্বাধীনতা দিবসে অবসরের কারণে কী

ভারতীয় দলের প্রাক্তন বাঁ-হাতি ক্রিকেটার রায়না বলেন, 'ধোনির জার্সি নাম্বার ৭ আর আমার জার্সি নাম্বার ৩। দুটোকে একসঙ্গে আনুন সংখ্যা হয় ৭৩। ১৫ অগাস্ট ভারত স্বাধীনতার ৭৩ তম বর্ষ সম্পূর্ণ করল। তাই আমাদের সিদ্ধান্ত গ্রহণের এর থেকে আর ভাল দিন কি বা হতে পারত?'

ফেয়ারওয়েল, ৭ নম্বর জার্সির সংরক্ষণের আবেদনের পর এবার ধোনিকে ভারতরত্নে ভূষিত করার দাবিফেয়ারওয়েল, ৭ নম্বর জার্সির সংরক্ষণের আবেদনের পর এবার ধোনিকে ভারতরত্নে ভূষিত করার দাবি

English summary
Dhoni's friend and this indian Cricketer reveals how he knows about mahi's retirement-date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X