ধোনি-রোহিত-রাহানেদের সঙ্গে বেবি গার্লদের ফাদার্স ক্লাবে বিরাট
১১ জানুয়ারি বিরাটের জীবনে খুশির খবর। এদিন দুই থেকে তিন হলেন বিরুষ্কা। আজ দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। এরপরই খুশিতে আত্মহারা বিরাট। প্রথমবার বাবা হওয়ার তৃপ্তির কথা জানিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোহলি। সেই সঙ্গে টুইট করে, মা ও মেয়ে দুজনের সুস্থ রয়েছেন বলে বিরাট টুইট করেন।


ধোনি-রোহিত-রাহানেদের ক্লাবে বিরাট
এদিন ধোনি-রোহিত-রাহানদের ক্লাবে প্রবেশ করলেন বিরাট। প্রত্যেকেরই কন্যা সন্তান রয়েছে। ভারতীয় ক্রিকেটার যাদের কন্যা সন্তান রয়েছে এই তালিকায় এবার নতুন সংযোজন বিরাট কোহলি।

একনজরে বর্তমান ভারতীয় ক্রিকেটার যাদের কন্যা সন্তান রয়েছে
ভারতীয় ওপেনার রোহিত শর্মার কন্যা সন্তান রয়েছে। রোহিতের মিষ্টি মেয়ের নাম সামাইরা। টেস্টে ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারারও কন্যা সন্তান রয়েছে। বিরাটের অনুপস্থিতিতে অজিভূমে ভারতীয় দলে অধিনায়ক অজিঙ্ক রাহানেও কন্যা সন্তানের বাবা। রাহানের মেয়ের নাম আইরা। ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহার প্রথম সন্তান মেয়ে হয়েছিল।

ভারতীয় বোলারদের মধ্যে কাদের কন্যা সন্তান রয়েছে
অন্যদিকে বোলিং বিভাগে আসলে মহম্মদ শামির চার বছরের মেয়ে রয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের দুই মেয়ে রয়েছে। জানুয়ারিতেই ভারতীয় পেসার উমেশ যাদব কন্যা সন্তানের বাবা হয়েছেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির কন্যা সন্তান
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও কন্যা সন্তান রয়েছে। পাঁচ বছর বয়সেই ধোনির মিষ্টি মেয়ে জিভা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন।