For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর চায়ের দারুণ ভক্ত ধোনি, এবার বিরাটকে সেই চা খাওয়াতে চান বাংলাদেশের 'চায় দাদা'

বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হোক বা প্রস্তুতি ম্যাচ। ক্রিকেটের আসর বসলেই হাতের ‘লাল চা’-এর ফাস্ক ও কাপ হাতে ঘুরে বেড়ান ইনি

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার কয়েকঘন্টা। তারপরই ইডেনে গোলাপি বলে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। গোলাপি বলে বিরাট-রোহিতদের ব্যাটিং থেকে শামি-অশ্বিনদের বোলিং দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা। এর মাঝেই দিন রাতের টেস্ট দেখতে এসে ধোনির খোঁজে এক বাংলাদেশি ক্রিকেটভক্ত। তিনি ধোনির 'চায় দাদা'।

তাঁর চায়ের দারুণ ভক্ত ধোনি, এবার বিরাটকে সেই চা খাওয়াতে চান বাংলাদেশের চায় দাদা

২০০৮ সালে ভারতের বাংলাদেশ সফরে চা খাইয়ে ধোনিকে বোল্ড আউট করেছিলেন ভুলু চন্দ্র ঘোষ নামের এক ক্রিকেট ভক্ত। এবার ভারতের প্রথম দিন রাতের টেস্ট দেখতে এসে মাহির সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি।

বাংলাদেশ সফর গিয়ে এই ফ্যানের চায়ে মুগ্ধ হয়ে পরেও তাঁর থেকে চা খেয়েছিলেন ধোনি। কলকাতায় এসে ধোনির সেই চায়ে দাদা বলেন, 'মাহির সেই চা এতটাই পছন্দ হয়েছিল যে, মাহি বারবার আদা কম, লেবু বেশি বলে উল্লেখ করত।' পরবর্তী সময় এশিয়া কাপের ম্যাচে একবার দেখা হতে, পছন্দের সেই চা করে খাওয়ানোর অনুরোধ জুড়েছিলেন মন্তব্য করেছেন ঐ ফ্যান।

বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হোক বা প্রস্তুতি ম্যাচ। ক্রিকেটের আসর বসলেই হাতের 'লাল চা'-এর ফ্লাস্ক ও কাপ হাতে ঘুরে বেড়ান ইনি। মাঠে গেলে তার হাতের চা খেয়ে বেরোতে হবে। সচিন রমেশ তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি এই চা খেয়ে তার তারিফ করেছেন। বাংলাদেশে খেলতে গিয়ে অতীতে নিয়মিত রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরাও তাঁর চায়ের ভক্ত ছিলেন। এবার ভারতের এসে ধোনির স্মৃতিতে মজলেন বাংলাদেশের চায় দাদা।

সেই সঙ্গে তিনি আরও বলেন, ধোনির পর এবার কোহলি-শাস্ত্রীদের তাঁর চায়ের ফ্যান করতে চান তিনি। ভুলু চন্দ্র ঘোষ কলকাতায় পিঙ্ক বল দেখতে এসে বলেছেন, 'আমি আমার সঙ্গে চা বানানোর সব সরঞ্জাম বহন করি। শুধু দেখা হলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর হাতে চা বানিয়ে তুলে দিতে চাই।

English summary
Dhoni loves Bangladeshi ‘chai dada’ tea, Bhulu Chandra Ghosh next dream to tea for India captain Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X