For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরশাহীর বিমান ধরার আগে স্বল্প সময়ের জন্য চেন্নাইয়ে শিবির সিএসকের

আমিরশাহীর বিমান ধরার আগে স্বল্প সময়ের জন্য চেন্নাইয়ে শিবির সিএসকের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল খেলতে আমিরশাহীর বিমান ধরার আগে স্বল্প সময়ের জন্য চেন্নাইয়ে প্রস্তুতি করার ছাড়পত্র পেয়ে গেল সিএসকে। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে আইপিএলের মেগা আসর বসতে চলেছে। সেই উপলক্ষ্য ২১ অগাস্ট প্রাইভেট বিমানে দুবাই উড়ে যাবে চেন্নাই দল। তার আগে ধোনির দল চেন্নাইয়ে কিছুদিনের জন্য প্রস্তুতি সারতে চেয়েছিল।

করোনা কারণে দীর্ঘ সময় ২২ গজের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব বেড়েছে

করোনা কারণে দীর্ঘ সময় ২২ গজের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব বেড়েছে

করোনার কারণে ক্রিকেটার দীর্ঘ সময় থেকে বাইশ গজের বাইরে রয়েছেন। ফলে ফিটনেস থেকে ব্যাটে বলের সংযোগ তৈরিতে সমস্যা হতে পারে,বোলাদের ক্ষেত্রে লালার ব্যবহার বাদ দিয়ে সুইং করাতে বেগ পেতে হতে পারে। সেই কারণেই ভারতীয় পরিবেশে দ্রুত মাঠে নেমে পড়তে চেয়েছিল চেন্নাই।

তামিলনাড়ু সরকারকে অনুরোধ

তামিলনাড়ু সরকারকে অনুরোধ

এই নিয়ে তামিলনাড়ুর স্থানীয় সরকারকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ১৫ অগাস্ট থেকে শিবির করার জন্যে অনুরোধ জানানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দেশে করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে কোনও ধরনের ঝুঁকি এড়িয়ে চলতেই প্রশাসন এই প্রস্তুতি শিবিরে কোনও সম্মতি দেয়নি।

অগাস্টে চিপকে প্রস্তুতি করবে সিএসকে

অগাস্টে চিপকে প্রস্তুতি করবে সিএসকে

এই খবরে নতুন আপডেট এবার জানা গিয়েছে। সর্বভারতীয় ইংলিশ দৈনিকের ওয়েবসাইটের করা খবর অনুয়ায়ী চেন্নাই দল অগাস্টে চিপক স্টেডিয়ামে অনুশীলন করার অনুমতি পেয়েছে।

চেন্নাইয়ে শিবির করে দুবাই উড়ে যাবে সিএসকে

চেন্নাইয়ে শিবির করে দুবাই উড়ে যাবে সিএসকে

সুরেশ রায়না, ধোনি, অম্বাতি রাইডু, হরভজন সিং, চাওলার মতো চেন্নাই শিবিরের স্বদেশি তারকা ক্রিকেটাররা প্রাইভেট চার্টার বিমানে করে চেন্নাই পৌঁছবেন। সেখানে দুদিন দুবার কোভিড পরীক্ষা হবে। কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পর তাঁরা চেন্নাইয়ে শিবির করবে। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনে এই শিবির হবে। এরপর ২১ অগাস্ট দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে সিএসকে।

আরসিবি জার্সিতে মাঠে ফিরতে কতটা মরিয়া ভিডিও পোস্টে জানালেন বিরাটআরসিবি জার্সিতে মাঠে ফিরতে কতটা মরিয়া ভিডিও পোস্টে জানালেন বিরাট

English summary
Dhoni and CSK likely to have camp in Chennai before boarding chartered flight for UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X