For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ বলে ১৭২, সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে চমক বেবি এবির

Google Oneindia Bengali News

বেবি এবি ঝড়ো ব্যাটিং করে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন। করলেন ৭২ বলেন ১৭২ রান। টিম ব্রেভিস এবিডি ব্যাটিংয়ের ধরন ব্যাপক ভাবে অনুসরণ করেন। সাফল্যও এসেছে ঠিক সেভাবেই। কিন্তু সোমবার তিনি যা করেছেন তা গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তিনি করেছেন ৫৭ বলে ১৭২ রান।

বোলারদের পিটিয়ে

বোলারদের পিটিয়ে

সিএসএ লিগে টাইটান্সের হয়ে খেলছিলেন। সেখানে তাঁর বিপক্ষ ছিল নাইট অফ পোচেস্ট। তাঁদের বোলারদের পিটিয়ে এই রান করেন তিনি। বয়স মাত্র ১৯। প্রতিভা প্রচুর। প্রথম থেকেই নজরে রয়েছেন। মুম্বইয়ের হয়ে দূরন্ত খেলে তিনি আরও নজরে এসেছেন। এই ম্যাচে তিনি তাঁর সেঞ্চুরি সম্পূর্ণ করেন মাত্র ৩৫ বলে। সেখানেই থেমে থাকেননি পরের ২২ বলে করেন আরও ৭২ রান। মানে যে বলই এসেছে তা চলে গিয়েছে মাঠের বাইরে।

বেবি এবি

বেবি এবি

তিনি বলেছেন ছোট বেলা থেকে আজ পর্যন্ত এবি'র সমস্ত ভিডিও আমি খুব নিখুঁত ভাবে দেখেছি। সেগুলোই আমি খুব ভালো করে ফলো করার চেষ্টা করেছি। আমি এবি ডিভিলিয়ার্সের ওই যে ব্যাট হাঁকানো সেটা আমি খুব পছন্দ করি। সব সময় আমার মাথায় ওই ছবিগুলো ঘুরতে থাকে। কীভাবে ব্যটের সঙ্গে ও বলকে ক্লানেক্ট করাচ্ছে। ঠিক কোন বল ও এই ভাবে ব্যাটের কোন অংশ দিয়ে কতটা ব্যালেন্স করে মারছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করেছি। সেখান থেকে কিছুটা ম্যাচে এপ্লাই করি।"

ডিভিলিয়ার্স-এর শুভেচ্ছা

ডিভিলিয়ার্স-এর শুভেচ্ছা

তাঁর এই দুরন্ত সেঞ্চুরির পর খোদ এবি ডিভিলিয়ার্স তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটাই ছিল তাঁর প্রথম টি-২০ সেঞ্চুরি। তিনি বলেছেন, "ডেওয়াল্ড ব্রেভিস, বেশি কিছু বলার নেই"। জোহানেসবার্গে জন্ম টিম ব্রেভিসের। সে এদিন ১৬ ছক্কা ও ১৩টি চার মারেন এবং করন ১৭২ রান। তাঁর ব্যাটিং ঝরে তাঁর দল ২০ ওভারে প্রথম ব্যাট করে করে দেয় ২৭১ রান।

কী বল্রেছেন ব্রেভিস নিজে?

কী বল্রেছেন ব্রেভিস নিজে?


ব্রেভিস এই ইনিংস খেলার পর বলেছেন যে, " আমি ছোত থেকেই বলকে মাঠের বাইরে পাঠাতে বেশি পছন্দ করতাম। খেলতে ভালবাসি ভয়ডরহীন ক্রিকেট। চেষ্টা করি বড় হিট করার। যতদূর বল পাথাতী পারি সেটা চেষ্টা করি। আর এটা আমার মধ্যে ছোট থেকেই আছে। ইনিংসের শুরু থেকে আমি পজেটিভ থাকতে চাই। বেশি দূর নয় আমি প্রত্যেক বল অনুযায়ী খেলে আমি আমার খেলাটা খেলতে চাই। সবসময় ইতিবাচক থাকি। আর ওই মুহূর্তে কী ঘটছে সেটা নিয়েই থাকি। আগে কী হয়েছে সেটা ভাবি না।"

বল হাতে

বল হাতে


তিনি বল হাতেই উইকেট নেন। দুই ওভারে ৩৬ রান দিলেও। হাই স্কোরিং ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নেন। তাঁর এই অল রাউন্ড পারফর্মেন্সে ভর করে নাইটদের টাইটান্সরা ৪১ রানে হারিয়ে দেয়। বিপক্ষ করে ২৩০ রান।

জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিরুদ্ধে জয় ৬ উইকেটে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিরুদ্ধে জয় ৬ উইকেটে

English summary
baby ab scored a brilliant century in south african t20 league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X