For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেভন কনওয়ে হাঁকালেন ২০২২-এর প্রথম টেস্ট শতরান! দেশে ও বিদেশে অভিষেক ইনিংসে শতরান রয়েছে কাদের?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে স্টাম্প আউট হওয়ার পর হতাশা ব্যক্ত করার বড় মাশুল দিয়েছিলেন ডেভন কনওয়ে। ফাইনালে খেলতে পারেননি, হাতের চোট না সারায় ভারতের বিরুদ্ধে টি ২০ ও টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান। তবে নতুন বছরটা দারুণ শুরু করলেন কনওয়ে। ২০২২ সালের প্রথম দিনেই প্রথম টেস্ট শতরান হাঁকিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে বাংলাদেশের বিরুদ্ধে রাখলেন চালকের আসনে।

ধাক্কা সামলে শক্ত ভিতে

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। চতুর্থ ওভারের তৃতীয় বলে ১ রানের মাথায় প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। শরিফুল ইসলামের বলে ১ রান করে কট বিহাইন্ড হন কিউয়ি অধিনায়ক টম লাথাম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৮ রান যোগ করেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ১৩৫ বল খেলে ব্যক্তিগত ৫২ রানের মাথায় রান আউট হন ইয়ং। কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন রস টেলর। শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হওয়ার আগে কনওয়ের সঙ্গে জুটিতে ৪০ রান যোগ করেন তিনি। রস টেলর প্যাভিলিয়নে ফেরেন ৩১ রান করে।

কনওয়ের শতরান

চা বিরতির পরই নতুন বছরের প্রথম টেস্ট শতরানটি পূর্ণ করেন কনওয়ে, ১৮৬ বল খেলে। দলের ২২৭ রানের মাথায় কনওয়ে মোমিনুল হকের বলে কট বিহাইন্ড হন। ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২২ রান করে আউট হন তিনি। কেরিয়ারের চতুর্থ টেস্টে সপ্তম ইনিংসে এটি কনওয়ের দ্বিতীয় শতরান। অভিষেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি লর্ডসে দ্বিশতরান করেছিলেন। টেস্টে তাঁর দুটি অর্ধশতরানও রয়েছে, ব্যাটিং গড় ৭১.৫৭। দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই শতরানকে বিশেষ অনুভূতি বলে আখ্যায়িত করেছেন কনওয়ে। বিশেষ করে শতরানের সময় রস টেলরের উপস্থিতি, খেলার সময় তাঁর নানা ইতিবাচক পরামর্শেই এই কীর্তি স্থাপন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের ভরসা হয়ে ওঠা এই ব্যাটার। এই শতরান দীর্ঘদিন তাঁর মনের মণিকোঠায় থাকবে বলেও দিনের শেষে মন্তব্য করেন কনওয়ে।

সুবিধাজনক জায়গায় কিউয়িরা

৮৭.৩ ওভারে ২৫৮ রানের মাথায় নিউজিল্যান্ড পঞ্চম উইকেট হারানোর পরই প্রথম দিনের খেলা শেষ হয়। টম ব্লান্ডেল ১১ রান করে এবাদত হোসেনের শিকার হন। পাঁচটি চারের সাহায্যে ৬৩ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন হেনরি নিকোলস। বাংলাদেশের সফলতম বোলার শরিফুল ইসলাম ৫টি মেডেন-সহ ২০ ওভারে ৫৩ রান দিয়ে দুটি উইকেট দখল করেছেন। এবাদত হোসেন ও মোমিনুল হক পেয়েছেন একটি করে উইকেট।

দেশে-বিদেশে প্রথম ইনিংসে টেস্ট শতরান

ডেভন কনওয়ে হলেন বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার যিনি দেশে ও বিদেশে নিজের প্রথম টেস্ট ইনিংসেই শতরানের নজির গড়লেন। প্রথম এই নজির গড়েন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম, তিনি ১৮৯৫ সালে নিজের দেশে প্রথম টেস্ট ইনিংসে ১০৫ রান করেছিলেন, বিদেশে ১৮৯৩ সালে প্রথম টেস্ট ইনিংসে শতরান করেন ইংল্যান্ডে, তাঁর রান ছিল ১০৭। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ায় দেশের মাটিতে প্রথম ইনিংসেই শতরান হাঁকানোর পর ১৯৮৩ সালে শ্রীলঙ্কা সফরে তিনি প্রথম ইনিংসে করেছিলেন ১৪১ রান। পাকিস্তানের আজহার মাহমুদ ১৯৯৭ সালে দেশের মাটিতে ১২৮ রান করার পর ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম টেস্ট ইনিংসে করেন ১৩৬। অ্যান্ড্রু স্ট্রস ২০০৪ সালে ইংল্যান্ডের মাটিতেই করেছিলেন ১১২, ওই বছরই দক্ষিণ আফ্রিকা সফরে তিনি করেন ১২৬। মাইকেল ক্লার্ক ২০০৪ সালে দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে করেন ১৪১, ওই বছরই ভারত সফরে করেন ১৫১। ২০২১ সালে ইংল্যান্ডে ২০০ রানের ইনিংস খেলার পর আজ দেশের মাটিতে ১২২ করলেন কনওয়ে।

English summary
Devon Conway Hits The First Test Century Of 2022. New Zealand In Strong Position Against Bangladesh On Day 1 Of The First Test In Mount Maunganui.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X