For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা চতুর্থ শতরান, আইপিএলের আগে আরসিবি ওপেনার চিন্তা কমালেন বিরাটের

Google Oneindia Bengali News

বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়লেন কর্নাটকের ওপেনার দেবদত্ত পারিক্কল। তাঁর টানা চতুর্থ শতরানে বড় রান তুলে কোয়ার্টার ফাইনালে জয়ও পেল কর্নাটক। ৫০ ওভারের ক্রিকেটে টানা চারটি শতরানের মালিকদের তালিকায় পারিক্কলই প্রথম ভারতীয়। আইপিএলের আগে পারিক্কলের ফর্ম অনেকটাই চিন্তামুক্ত রাখবে আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে। ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকায় প্রথমবার আইপিএল জয়ে মরিয়া আরসিবি-র অন্যতম তুরুপের তাস হতে পারেন ওপেনার পারিক্কল।

বিজয় হাজারেতে স্বপ্নের ফর্মে

বিজয় হাজারেতে স্বপ্নের ফর্মে

এবারের বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে রয়েছেন দেবদত্ত পারিক্কল। প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে করেছিলেন ৫২। এরপর বিহারের বিরুদ্ধে তিন রানের জন্য শতরান হাতছাড়া করেন। যদিও সেই আক্ষেপ সুদে-আসলে তুলে নিয়ে পারিক্কল গড়লেন নয়া নজির। টানা চারটি শতরান ৫০ ওভারের ফরম্যাটে কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। ওডিশার বিরুদ্ধে কেরিয়ারের সেরা ১৫২, তারপর কেরলের বিরুদ্ধে অপরাজিত ১২৬ ও রেলওয়েজের বিরুদ্ধে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পারিক্কল। আজ কোয়ার্টার ফাইনালে কেরলের বিরুদ্ধে ১১৯ বলে ১০১ রান করেন তিনি। মেরেছেন ১০টি চার ও দুটি ছয়। তার আগে গত জানুয়ারি মাসে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ত্রিপুরার বিরুদ্ধে তিনি ৬৭ বলে অপরাজিত ৯৯ রান করেছিলেন।

বিশ্বে তৃতীয়

বিশ্বে তৃতীয়

লিস্ট এ ক্রিকেট বা ৫০ ওভারে পারিক্কলের আগে মাত্র দুজন ক্রিকেটার টানা চারটি শতরান করেছেন। ২০১৫ বিশ্বকাপে টানা চারটি শতরান করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ২০১৫-১৬ মরশুমে মোমেন্টাম ওয়ান ডে কাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলভিরো পিটারসনও একই নজির গড়েন। তাঁদের পরই এখন জ্বলজ্বল করছে দেবদত্ত পারিক্কলের নাম।

গত আইপিএলেও দারুণ সফল

গত আইপিএলেও দারুণ সফল

সংযুক্ত আরব আমিরশাহীতে গত বছর নিজের প্রথম আইপিএলেই দেবদত্ত পারিক্কল দারুণ ছন্দে ছিলেন। ১৪টি ম্যাচে করেন ৪৭৩ রান। আরসিবি জার্সি গায়ে আইপিএলে অভিষেকের বছরে তিনি পাঁচটি অর্ধশতরানও করেছিলেন। টি ২০ ক্রিকেটে তাঁর একটি শতরানও রয়েছে।

কর্নাটক সেমিফাইনালে

কর্নাটক সেমিফাইনালে

দিল্লিতে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে এদিন কর্নাটক হারাল কেরলকে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৩৩৮ রান তুলেছিল কর্নাটক। পারিক্কল করেন ১০১। অধিনায়ক রবিকুমার সমর্থ করেন ১৯২। এবারের বিজয় হাজারে ট্রফিতে এটি তাঁর তৃতীয় শতরান। আগের ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে তিনি অপরাজিত ছিলেন ১৩০ রানে। বিহার ম্যাচে তিনি ১৫৮ রানে অপরাজিত ছিলেন। কেরলকে এদিন ৮০ রানে হারিয়ে শেষ চারে পৌঁছাল কর্নাটক

English summary
Karnataka Opener Devdutt Padikkal Hits Four Consecutive Hundreds. He Becomes First Indian Cricketer To Do So In List A Matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X