ফের ডার্বি জিতল মোহনবাগান, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
২৪ ঘন্টার মধ্যে জোড়া ডার্বি জয় মোহনবাগানের। শুক্রবার আইএসএলের মঞ্চে প্রথমবার ডার্বিযুদ্ধে মাঠে নেমে এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। ঐতিহাসিক ডার্বিতে গোল করে নায়ক রয় কৃষ্ণ ও মনবীর সিং। এর ২৪ ঘন্টার মধ্য়ে এবার ক্রিকেটের ডার্বিতে জয় মোহনবাগানের।

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে থ্রিলার ম্যাচে ১ রানে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। ম্যাচে প্রথমে ব্যাট করে মোহনবাগান ৫ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। দলের হয়ে ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থেকে অধিনায়কোচিত ইনিংস অনুষ্টুপ মজুমদারের। বিবেক সিং ৪৪ বলে ৪১ রান হাঁকান। ইস্টবেঙ্গলের হয়ে বল হাতে কনিষ্ক শেঠ ৩১ রান খরচে ৩টি উইকেট নেন।

এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের হয়ে সায়ন মন্ডল ৫৫ বলে ৫২ রানে অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারলেন না। মোহনবাগানের হয়ে ঋত্বিক চট্টোপাধ্যায় ৬ রান খরচে ৩টি ও আকাশ দীপ ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে ক্রিকেটের ডার্বি জিতে নেয় মোহনবাগান। অন্যদিকে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে এই নিয়ে টানা ৩ ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের।