For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক

Denesh Ramdin: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়স্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষ দীনেশ রামদিন। ১৮ জুলাই (সোমবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রামদিন। অবসর ঘোষণার সঙ্গে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে পর্দা ফেললেন রামদিন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন জানিয়েছেন তিনি। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয় রামদিনের। ক্যারিবিয়ান দলটির হয়ে ৭৪টি টেস্ট, ১৩৯টি ওডিআই এবং ৭১টি টি-২০ ম্যাচ খেলেছেন রামদিন। দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৬টি শতরান করেন তিনি। ২০১৯ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন দীনেশ রামদিন। সাদা বলের ক্রিকেটে তিনি শেষ ম্যাচ খেলেন দেশের জার্সিতে ২০১৬ সালে।

সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন দীনেশ রামদিন। ইনস্টাগ্রাম পোস্টে রামদিন লিখেছেন, "আনন্দের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি আমরা। গত ১৪ বছরে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে নিজের স্বপ্ন পূরণ করেছি আমি। আমার কেরিয়ার আমায় সুযোগ করে দিয়েছে পুরো বিশ্বকে ঘুরে দেখার। বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব তৈরি হয়েছে এবং তবুও যে জায়গা থেকে আমি উঠে এসেছি সেই জায়গাকে ভুলিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি না। সারা বিশ্বে আমি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলব। এই ১৪ বছরের কেরিয়ারে যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী, পরিবার, বাচ্চারা আমার ক্রিকেট কেরিয়ারের জন্য অনেক আত্মত্যাগ করেছে।"

রবি শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার পন্থের, দেখুন সেই ভাইরাল ভিডিওরবি শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার পন্থের, দেখুন সেই ভাইরাল ভিডিও

১৭টি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ রামদিন। এই উইকেটরক্ষক- ব্যাটসম্যান ১৩টি টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে ২৮৯৮ রান করেন তিনি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ২২০০ রান করেন রামদিন। ৭১টি টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংগ্রহ ৬৩৬ রান।

English summary
Former West Indies skipper Denesh Ramdin announced retirement from International cricket, Though he will continue professional cricket and play in T20 Leagues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X