
SMAT 2022: ইমপ্যাক্ট প্লেয়ার প্রথম নামাল দিল্লি, ঋদ্ধিদের ব্যর্থতায় হার ত্রিপুরার, বাংলার ম্যাচ ধুয়ে গেল
আজ থেকে শুরু হয়ে গেল দেশের ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করে অনেক ক্রিকেটারই আইপিএলের দরজা খোলার প্রতীক্ষায় রয়েছেন। লখনউয়ে প্রবল বৃষ্টির কারণে এদিন ভেস্তে যায় বাংলা বনাম ঝাড়খণ্ড ম্যাচ। ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরাও পরাস্ত। মণিপুরকে হারানোর ফাঁকে ইতিহাসের পাতায় নাম লেখাল দিল্লি।

জয়পুরে মণিপুরকে ৭১ রানে হারিয়েছে দিল্লি। তাদের ৭ উইকেটে ১৬৭ রানের জবাবে মণিপুর ৭ উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি তুলতে পারেনি। নীতীশ রানার নেতত্বাধীন দলের হয়ে সর্বাধিক ২৭ বলে ৪৭ রান করেন হিতেন দালাল। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করেছে বিসিসিআই। হিতেনের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অফ স্পিনার হৃতিক সোকিনকে নামায় দিল্লি। সোকিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য। সোকিন ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার নামিয়ে দিল্লি যেমন ইতিহাসের পাতায় নাম লেখাল, তেমনই দলের আস্থার মর্যাদাও দিলেন সোকিন। দিল্লির হয়ে ইশান্ত শর্মা ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
সৌরাষ্ট্রয় সৈয়দ মুস্তাক আলি ট্রফির অপর ম্যাচে মুম্বই ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়েছে মিজোরামকে। মিজোরামের হয়ে সর্বাধিক ২৯ বলে ৩১ রান করেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। তবে ২০ ওভারে ৮ উইকেটে ৯৮ রানেই আটকে যায় মিজোরাম। পৃথ্বী শ ৩৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ১০.৩ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। যদিও পৃথ্বীর সঙ্গে ওপেন করতে নেমে অধিনায়ক রাহানে ৭ বলে ৯ রান করেই সাজঘরে ফেরেন। বাংলা ছেড়ে রেলওয়েজে খেলছে বিবেক সিং। তিনি ৪৯ বলে ৬৮ রান করেন। রেলওয়েজ ৬ উইকেটে ১৫০ রান তুলেছিল। উত্তরাখণ্ড ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।
নজর ছিল ত্রিপুরা বনাম গোয়া ম্যাচে। জয়পুরে এই ম্যাচে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরাকে ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছে গোয়া। ঋদ্ধি ওপে করতে নেমে ৮ বলে ৫ রানে প্য়াভিলিয়নে ফেরেন। সুদীপ চট্টোপাধ্যায় চারে নেমে ১০ বলে ৬ রান করেন। অর্জুন তেন্ডুলকর ৩ ওভারে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি। রোহিত শর্মার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ লাড মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলছেন। তিনি ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ত্রিপুরার বোলাররা ২০ রানের মধ্যে গোয়ার চার উইকেট ফেলে দিয়েছিলেন। কিন্তু তুনিশ সওকার, একনাথ কেরকার ও দীপরাজ গাঁওকরের ব্যাটে ভর করে জেতে ত্রিপুরা।