For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরো আইপিএল-এই খেলতে পারবেন না ঋষভ, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

পুরো আইপিএল-এই খেলতে পারবেন না ঋষভ, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Google Oneindia Bengali News

প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই-এর পূর্বতন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, আইপিএল ২০২৩-এর পুরোটাই মাঠের বাইরে কাটাতে হবে ঋষভ পন্থকে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিক এই মন্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল, মারাত্মক গাড়ি দুর্ঘটনায় জখম হওয়া ঋষভ পন্থ কোনও ভাবেই আইপিএল-এর আগে কিংবা মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন না।

পুরো আইপিএল-এই খেলতে পারবেন না ঋষভ, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

৩০ ডিসেম্বর নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে রুরকির সামনে মহম্মদপুর জাটে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভ পন্থের গাড়ি এবং তাতে আগুল ধরে যায়। কোনও ভাবে গাড়ির উইন্ড গ্লাস ভেঙে বের হন ঋষভ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন সেই সময়ে ওখানেই থাকা সুশীল মান নামক এক স্থানীয় ব্যক্তি। তিনিই হাসপাতালে নিয়ে যান ঋষভকে। এই সহৃদয় ব্যক্তিকে সম্মানিত করার কথাও ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। ঋষভ জানিয়েছিলেন, তিনি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন এবং চোখ লেগে যাওয়ার কারণেই এই বিপত্তি। উত্তরাখণ্ডের ম্যাক্স সুপরা স্পেশ্যালিটি হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বিসিসিআই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই-এর নথিভুক্ত চিকিৎসক দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে হেড অব ক্রিকেট অপারেশনস-এর পদে নিযুক্ত করেছে দিল্লি ক্যাপিটলস। স্পোর্টস টুডেকে সৌরভ জানিয়েছেন পন্থকে পাওয়া যাবে না আসন্ন আইপিএল-এ। মহারাজ বলেছেন, "আইপিএল-এর জন্য উপলব্ধ থাকবে না ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার। আমরা ভাল পারফর্ম করব, দলের জন্য ভাল আইপিএল হতে চলেছে তবে ঋষভ পন্থের চোট দিল্লি ক্যাপিটালসের উপর প্রভাব ফেলবে।"

দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে এই মরসুমে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নারকে। ডেভিড দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন এবং একাধিক ম্যাচে স্টিভ স্মিথের অনুপস্থিতিতে অধিনায়কত্বও করেছেন। ডেভিড ওয়ার্নার আইপিএল জয়ী অধিনায়ক। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়। তাঁর এই মরসুমে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। তবে, ফ্র্যাঞ্চাইজি যদি তরুণ অধিনায়কের সন্ধানে থাকে তা হলে ভাল বিকল্প হতে পারে পৃথ্বী শ।

ইডেনে সিরিজ জয় নিশ্চিত করতে কলকাতায় পা রেখেছে ভারত, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ, আবহাওয়া, পিচ রিপোর্টইডেনে সিরিজ জয় নিশ্চিত করতে কলকাতায় পা রেখেছে ভারত, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ, আবহাওয়া, পিচ রিপোর্ট

English summary
Delhi Capitals will miss Rishabh Pant's service in IPL 2023, confirms Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X