For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর আগে মানকাডিংয়ের পরিবর্তে কোন বিকল্প খুঁজে দিলেন অশ্বিন

আইপিএল শুরুর আগে মানকাডিংয়ের পরিবর্তে কোন বিকল্প খুঁজে দিলেন অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

আইপিএল শুরুর আগে গত বছর অশ্বিনের মানকাডিং ঘটনা নিয়ে আলোচনা তু্ঙ্গে। এবছর দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেওয়ার আগেই অশ্বিনকে মানকাডিং করা থেকে বিরত থাকা নিয়ে পরমর্শ নিয়েছেন দলের কোচ রিকিং পন্টিং। মানকাডিং ক্রিকেটের স্পিরিটের বিপক্ষে বলে পন্টিং মনে করেন। এবার তাই লিগ শুরুর আগে মানকাডিংয়ের বিকল্প খুঁজে নিলেন অশ্বিন।

অভিনব প্রস্তাব

অভিনব প্রস্তাব

ক্রিকেটের ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে সামঞ্জস্য রাখতে কোনও ব্যাটসম্যান মানকাড হলে, ব্যাটসম্যানকে আউট ঘোষণার পরিবর্তে দলের রান কমানোর পক্ষে মত দিয়েছেন অশ্বিন।

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিকেটের ফ্রি বলের নতুন নিয়ম আনার জন্য প্রস্তাব দিয়েছেন।

কী এই ফ্রি বল

কী এই ফ্রি বল

বোলার বোলিং করার সময় ক্রিজের বাইরে পা ফেললে যেমন নো বল হয়। ঠিক তেমনিই নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান ডেলিভারি হওয়ার আগে রান নিতে ছুটে ক্রিজ ছোট করার সুবিধে নিলে বোলার ঐ ব্যাটসম্যানের স্টাম্প ফেলে দিতে পারে। অশ্বিনের প্রস্তাব মতো,তখন সেই ডেলিভারিটি নো বলের কারণে হওয়া ফ্রি-হিটের মতো ফ্রি বল হিসেবে ধরা হোক।

ব্যাটিং দলকে শাস্তি

ব্যাটিং দলকে শাস্তি

মাঠে এমন ফ্রি বল হলে ব্যাটিং দলের স্কোর থেকে ৫ রান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন অশ্বিন। প্রসঙ্গত গতবছর রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে মানকাডিং করে আউট করেন অশ্বিন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

English summary
Delhi Capitals Bowler Ravichandran Ashwin suggests Free Ball Concept instead of Mankad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X