For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে কোন সমস্যা সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে, জানালেন দিল্লির সহকারী কোচ ওয়াটসন

IPL: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে কোন সমস্যা সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে, জানালেন দিল্লির সহকারী কোচ ওয়াটসন

Google Oneindia Bengali News

অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে অল্প যে আশা বেঁচে রয়েছে তা বাঁচিয়ে রাখতে রাজস্থানের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে বিভিন্ন বিষয়ে মুখ খুললেন দলটির সহকারী কোচ শেন ওয়াটসন।

IPL: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে কোন সমস্যা সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে, জানালেন দিল্লির সহকারী কোচ ওয়াটসন

এই ম্যাচটি সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন বলেছেন, "রাজস্থান রয়্যালস এই মরসুমের শুরু থেকেই ভাল খেলছে এবং এই কারণেই এই দলটা শুরু থেকে প্লে অফের দৌড়ে রয়েছে। রাজস্থানের জন্য দুর্দান্ত পারফর্ম করছেন জস বাটলার। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো বিশ্বমানের স্পিনার রয়েছে দলে। নিঃসন্দেহে কঠিন ম্যাচ হতে চলেছে রাজস্থানের বিরুদ্ধে এবং আমাদের জয় পেতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।"

নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস রেকর্ড ৯১ রানে পরাজিত হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গত ম্যাচের দলের এই শোচনীয় হারের সম্পর্কে ওয়াটসন বলেছেন, "সিএসকে-র বিরুদ্ধে আমাদের শেষ ম্যাচটি নিশ্চিত ভাবে আমাদের সেরা ছিল না। সিএসকে অবিশ্বাস্য ভাল ব্যাটিং করার ফলে বোর্ডে বড় রান তুলতে সক্ষম হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী ঠিক মতো বোলিং আমরা করতে পারিনি।"

এই অস্ট্রেলীয় তারকার সংযোজন, "রিকি (পন্টিং) সবসময় খেলোয়াড়দের গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন, ছোট ছোট বিষয়গুলি শিখতে পারলে ওরা নিজেরাই ভুল শুধরে উন্নতি করতে পারবে। সব থেকে জরুরি বিষয় হল ক্রিকেটারদের শেখার প্রক্রিয়া জারি রাখতে হবে।"

পরিকল্পনাকে বাস্তবায়িত করাই দলে জন্য প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করেছেন ওয়াটসন। তিনি বলেছেন, "এই মরসুমে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমাদের পরিকল্পনাকে তিনটি বিভাগেই বাস্তবায়িত করা। আমরা ধারাবাহিকতা দেখাতে পারছি না। ধারাবাহিকতা খুঁজে পাওয়ার জন্য খেলোয়াড়রা প্রচণ্ড চেষ্ট করছে এবং আশা করি পরবর্তী তিনটি ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব আমরা।"

English summary
Shane Watson spoke about the biggest challenge the Delhi Capitals have faced this season, "Our biggest challenge this season has been our execution. We have executed our plans in all three departments at times."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X