For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া চারটি টেস্ট কোথায় হবে? রোহিতদের কাছে এই সিরিজ কেন গুরুত্বপূর্ণ?

  • |
Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা উঠবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ফেব্রুয়ারি-মার্চে এ দেশে চার টেস্টের সিরিজ খেলতে আসবে প্যাট কামিন্সের দল। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, তিনটি টেস্ট কোথায় হবে তা চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। বাকি একটি টেস্ট আয়োজনে লড়াই ত্রিমুখী।

দিল্লিতে টেস্ট

দিল্লিতে টেস্ট

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম অরুণ জেটলির নামাঙ্কিত হওয়ার পর এই প্রথম সেখানে টেস্ট ম্যাচ হবে। ২০১৭ সালের ডিসেম্বরে এই স্টেডিয়ামে হয়েছিল শেষ টেস্ট ম্যাচ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। পাঁচ বছরেরও বেশি সময় পর এবার অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। এ ছাড়াও আমেদাবাদ ও ধরমশালায় দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি টেস্টটি হবে চেন্নাই, নাগপুর ও হায়দরাবাদের মধ্যে কোনও একটি শহরে।

কোথায় হবে বাকি ম্যাচগুলি?

কোথায় হবে বাকি ম্যাচগুলি?

বিসিসিআইয়ের আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিল্লিতে। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ২০১৭ সালের মার্চে একমাত্র টেস্টটি হয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ টেস্টটি সেবার হয়েছিল ধরমশালায়। এবার সম্ভবত সিরিজের তৃতীয় টেস্টটি হবে সেখানে। চেন্নাই, নাগপুর ও হায়দরাবাদের মধ্যে কোনও একটি জায়গায় হবে সিরিজের প্রথম টেস্টটি। আমেদাবাদে হবে শেষ টেস্টটি। এই সিরিজে একটি দিন-রাতের টেস্ট থাকবে। এর আগে ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে, ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং চলতি বছর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্ট আয়োজন করেছিল বিসিসিআই।

ইডেন পাচ্ছে না কোনও টেস্ট

ইডেন পাচ্ছে না কোনও টেস্ট

বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজে চারটি টেস্ট থাকে। তবে ২০২৪ সাল থেকে আইসিসি ফিউচার ট্যুরস অ্যান্ড প্রোগ্রাম অনুযায়ী ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ খেলবে। কোভিড পরবর্তী সময়ে বিসিসিআই মোট ৮টি টেস্ট আয়োজন করেছে। ২০২১ সালে চেন্নাই ও আমেদাবাদে হয়েছিল ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজ। এরপর গত বছর কানপুর ও মুম্বইয়ে হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট। মোহালি ও বেঙ্গালুরুতে চলতি বছর ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ হয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজের কোনও ম্যাচ পাচ্ছে না ইডেন।

গুরুত্বপূর্ণ সিরিজ

গুরুত্বপূর্ণ সিরিজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জুনে হবে ইংল্য়ান্ডের ওভালে। তার আগে ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের শেষ টেস্ট সিরিজ খেলবে এ দেশেই। ৭০ শতাংশ জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা রয়েছে দুইয়ে (জয়ের শতকরা হার ৬০ শতাংশ), শ্রীলঙ্কা আছে তিনে (৫৩.৩৩) এবং ভারত (৫২.০৮)-এর অবস্থান চারে। অস্ট্রেলিয়ার এখনও ৯টি টেস্ট বাকি। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে দেশের মাটিতে দুটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন কামিন্সরা। ভারতে রয়েছে চারটি টেস্ট। অস্ট্রেলিয়া যদি দেশের মাটিতে সব টেস্টেই জেতে এবং ভারতে এসে চারটিতে হেরে যায় তাহলে তাদের জয়ের শতকরা হার কমে দাঁড়াবে ৬৩.১৬-এ। ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টই জিতলে অজিদের পিছনে ফেলে দেবেন রোহিত শর্মারা। ভারত ৬টি টেস্টে জিতলে জয়ের শতকরা হার হবে ৬৮.০৬। অস্ট্রেলিয়া যদি ৬টি টেস্ট জেতে ও তিনটিতে হারে তাহলে তাদের জয়ের শতকরা হার হবে ৬৮.৪২, যার ফলে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের সম্ভাবনা থাকবে।

বিশ্বকাপের আগে জোর বিতর্ক দোহায়! ডেনমার্কের সাংবাদিকদের নিগ্রহ, ক্ষমা চাইলেন আয়োজকরাবিশ্বকাপের আগে জোর বিতর্ক দোহায়! ডেনমার্কের সাংবাদিকদের নিগ্রহ, ক্ষমা চাইলেন আয়োজকরা

English summary
Delhi Will Host A Test Match After More Than Five Years. Ahmedabad, Dharamsala And One Of Chennai, Nagpur And Hyderabad Will Host The Other Tests Between India And Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X